রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

মহাজাগতিক ধূলিকণা - ০৩

লিখেছেন কজমিক ডাস্ট 

০৭.
আপনি যে কোনও মুসলিমকে যদি জিজ্ঞেস করেন, তাদের ওপর অমুসলিমদের সবচেয়ে বড় অত্যাচার কী? তারা ইরাক, আফগানিস্তান আর প্যালেস্টাইনের কথা না বলে বলবে মুহাম্মাদের কার্টুন আঁকা। এটাকে তারা নিজেদের ওপর জুলুম হিসেবে মনে করে!! কেউ যখন ইসলামকে ব্যঙ্গ করে, তখন মুসলিমরা ধরেই নেয় যে, একে হত্যা করা জায়েজ হয়ে গেছে। এটা শুধু এই প্রজন্মের মুসলিমরা না। মুহাম্মাদের আমলেও কেউ মুহাম্মাদকে নিয়ে ব্যঙ্গ করলে সে সেটা সহ্য করতে পারতো না, আর তাকে হত্যা করে আসতো। অথচ সোজা হিসেবে যদি দেখি, তাহলে এটা এ রকম হল যে, কাউকে নিয়ে তামাশা করা হল আর সে তামাশা সহ্য করতে না পেরে তামাশাকারীকে খুন করে ফেলল! মুসলিমরা প্রচণ্ড সেনসিটিভ তাদের ধর্মের ব্যাপারে। তারা চায়, গোটা দুনিয়া তাদেরকে সম্মান করে চলবে, আর না করলেই তাদেরকে ভাঙচুর করে হত্যা করতে হবে। যখন তাদেরকে সেটা করতে দেওয়া হবে না, তখন তারা ভাববে যে, তাদের ওপর জুলুম করা হল!

০৮.
ইসলামিক শরিয়া আইন মেনে চলে, এমন দেশে থাকলে মুসলিম পরিবারের নাস্তিকদেরকেও কি জিজিয়া কর দিতে হবে নাকি? আমি যতদূর জানি, আমাদেরকে মেরে ফেলা হবে ধর্মত্যাগের জন্যে। কিন্তু যদি পাষাণদের হৃদয়ে একটু দয়া আসে আর আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে কি এই সেকেন্ড ক্লাস সিটিজেনের নিয়ম আমাদের জন্যেও প্রযোজ্য?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন