আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

ছহীহ ইছলামী বিনুদুনী ভিডিও ছংকলন

১.
কিয়ামতের দিন আল্যাফাক নাকি নবীরে (নাকি নবীর ছবি?) দেখাইয়া জিগাবে, এইটা কে। কইতে না পারলেই দোজখে। কিন্তুক সমস্যা হইলো, তার খোমা মোবারকের সাথে মমিনদের পরিচয় নাই। তারা ক্যামনে তারে চিনবে? এই মুশকিল আসানের ব্যবস্থা করসে এক ইছলামবাজ। সে বলসে, খাছ মুছলিম তার জীবদ্দশায় নবীজিকে একবার না একবার স্বপ্নে দেখবেই। তাই কেয়ামতের দিন সে ভুল করবে না। আর বাকি যারা স্বপ্নে দেখবে না, তাদের জন্যে নবীর চোখ মোবারক, কান মোবারক, কপাল মোবারক, চুল মোবারক... সোজা কথায়, সমস্ত অঙ্গ মোবারকের বিশদ বর্ণনা দিসে এই ইছলামবাজ। 
(৬.৩১ মিনিট)

২. 
এই যে নাস্তিকেরা বিবর্তনবাদের ধুয়া তুইলা আল্যাফাকরে নাকচ কইরা দেয়, তারা কি জানে, বিবর্তনবাদের অন্তরালে কী আছে? বিবর্তনবাদ হইলো শয়তানের সবচেয়ে বড়ো ষড়যন্ত্রের একটা। তার প্ল্যান, বিবর্তনবাদরে গোটা দুনিয়া জুইড়া প্রচার কইরা মানুষগোরে  বিভ্রান্ত করা। বিশ্বাস না হয়, এই প্রবীণ ইছলামবাজের কথা শুনেন।
(০.৪৭ মিনিট)

৩.
সামনের ক্রিসমাসে অনেক কাফের কিন্তু মমিন মুছলিমগোরে দাওয়াত দিবে। তয় খবরদার, ওইদিকে যাইয়েন না! হালারা কী খায় না খায়! কী করে না করে! নাউজুবিল্লাহ! সব হারাম! তো এক ইছলামবাজ পুরাটা রীতিমতো অভিনয় কইরা দেখাইল! না দেখলে পুরাই মিস! ওহ্, আরও একখান কথা সে কইলো, মুছলিমরা ক্রিসমাসে না গেলেও কাফেরগোরে ঈদে ঠিকই দাওয়াত দিয়া দেখানো উচিত ছহীহ হালাল খাদ্য-পানীয় ও উৎসব কারে কয়।
(২.০৯ মিনিট) 

৪. 
যে-ব্যক্তি তার বউরে বোরখা-হিজাব ছাড়া ঘরের বাইরে যাইতে দেয়, রোজ কিয়ামতে আল্যাফাক তার দিকে চাইয়াও দেখবে না। অতএব মমিন মুছলিমগণ, খিয়াল কৈরা! ইছলামবাজেরা মিছা কথা কয় না। 
(১.৫৪ মিনিট) 

৫. 
মুছলিমগোর সবচে' বড়ো শত্রু ইহুদিরা, এইটা তো বেবাকেই জানে। ওই শালারা ইছলামী জাহান ধ্বংস কইরা ফালাইতে নতুন পরিকল্পনা করসে! ইন্টারনেটে ৪.২ মিলিয়ন পর্নো সাইট চালানোর খরচ তারা জোগাইতেসে। উদ্দেশ্য - মুছলিমগারে পর্নো দেখাইয়া বিপথী করা। 
(২.০৫) 

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন