এই বিশ্বব্রহ্মাণ্ডের কি কোনও উদ্দেশ্য বা পরিকল্পনা আছে? বা আছে কোনও অভীষ্ট লক্ষ্য?
এ প্রশ্নের অভাবনীয় মনোমুগ্ধকর ও যুক্তিনিষ্ঠ উত্তর দিচ্ছেন Neil deGrasse Tyson - আমেরিকার খ্যাতনামা অ্যাস্ট্রোফিজিসিস্ট। অবশ্যদ্রষ্টব্য আড়াই মিনিটের অপূর্ব ভিডিও।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
http://youtu.be/7pL5vzIMAhs
ঠিক একই প্রশ্নে রিচার্ড ডকিন্সের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বিতর্ক অনুষ্ঠান। প্রায় পোনে দু'ঘণ্টার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন