লিখেছেন কজমিক ডাস্ট
৯.
সবাই বলে, আল্লাহ্কে ভয় কর। কিন্তু কেউ বলে না, আল্লাহ্কে শ্রদ্ধা কর বা ভালোবাসো। আল্লাহ দোজখের ভয় দেখিয়ে জোর করে আমাদের কাছ থেকে এবাদত আদায় করতে চায়। কিন্তু জোর করে কি মন থেকে শ্রদ্ধা আদায় করা যায়? আল্লাহ্ যদি থেকেও থাকে তাহলে সব নাস্তিকরা একসাথে বলুন, "শয়তান, তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না।"
১০.
আজকে আমার মা আমাকে জান্নাতের নেয়ামতের বর্ণনা দিচ্ছিল। আমি খুব ঠাণ্ডা মাথায় তার চোখের দিকে তাকিয়ে বললাম, "বেহেশতে তুমি কী পাবে? আব্বু তো সেখানে সারাদিন সোনার কাপে মদ খেয়ে আরও বাহাত্তরটা মহিলার সাথে বাস করবে, আর তোমার সন্তান নাস্তিক হওয়ার কারণে জাহান্নামে পুড়বে। এসবের পরেও কি তুমি মনে করো যে, বেহেশতে তুমি সুখী থাকবে?"
১১.
স্রষ্টাবাদীদের কাছে আমার একটা প্রশ্ন। স্রষ্টা কী ভেবে ভূপৃষ্ঠের ৭১.১১% জল আর মাত্র ২৮.৮৯% স্থল বানাল? তার তো জানার কথা যে, ভবিষ্যতে এক সময় পৃথিবীতে জনসংখ্যা একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। আল্লাহ্ দেখি আশরাফুল মাখলুকাতের থেকে মৎস মাখলুকাতের জন্যে বেশি জায়গা প্রদান করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন