আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

লুক্স লিখিত সুসমাচার - ১৮

লিখেছেন লুক্স

১৬৬.
কোরানে হাত রেখে নিজেকে নির্দোষ দাবি করলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। 

যারা কোরান হাতে নিয়ে কসম কাটে তাদেরকে আমি সবচেয়ে বেশি অবিশ্বাস করি। এই কোরাণের কথা বলেই একাত্তরে গো আজম, নিজামী, সাঈদীরা দেশের বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে হত্যা করেছিল। আমাদের মা-বোনদের করেছিল ধর্ষণ ও লুটপাট। আজো ইতিহাসের এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধীরা যখন একইভাবে কোরানের কথা বলে যাচ্ছে, তখন কোরাণের অনুসারী আর বিশ্বাসী কোন মানুষকেই আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। 

কোরানের শুরুটাই হয়েছিল বিশাল এক মিথ্যা দিয়ে। মোহাম্মদ তার নিজের কথা আল্লাহর বাণী বলে চালিয়ে দিয়েছিলেন। এ কারণেই মুসলমানরা যখন কথায় কথায় কোরানের কথা বলে কিংবা কোরানের নামে শপথ করে তখন তাদেরকে সবাই অবিশ্বাসের চোখে দেখে। একজন ধর্মের নামে অপকর্ম চালানো ধর্মব্যবসায়ী কোরানের নামে কসম কাটবেই।

ভালো মানুষদের কসম কাটতে হয় না। তাদের কোনো কিছুর কসম ছাড়াই সবাই বিশ্বাস করে।

১৬৭.
নৈতিকতা ঈশ্বর থেকে এলে অনৈতিকতা কোথা থেকে এলো?

১৬৮.
ইসলাম ধর্ম বাংলাদেশের রাষ্ট্রধর্ম। আমরা জানি না আমরা বাঙালি, না, মুসলমান, না, বাঙালি মুসলমান, না, মুসলমান বাঙালি, নাকি বাংলাদেশী মুসলমান। শুধু জানি যে, দেশটাকে এখন আর ধর্মনিরপেক্ষ বা সেকুলার বলার কোনও উপায় নেই। ফলে একে গণতান্ত্রিক রাষ্ট্র বলার চেষ্টাও হাস্যকর।

১৬৯. 
আপনি চোখ খুলতে চাইছেন, কিন্তু কেন যেন পেরেও পারছেন না। হয়তো বহুকালের সংস্কার। তবে যেভাবে মেনেছেন যে, কোরান সর্বকালের সর্ব যুগের মানুষের উপযোগী নয়, তেমনি হয়তো মনে মনে বুঝতেই পারছেন যে, কোনো গ্রন্থই অলৌকিক নয়।

১৭০.
এখন পর্যন্ত বর্তমানে প্রচলিত মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে আমরা বোমাবাজ পেলেও সমাজসেবক তেমন একটা পাই না।

১৭১.
বখাটে ছেলেরা তো হিজাব পরিহিত একজনকেও উত্যক্ত করতে পারে।

আমাদের গ্রামের বাজারের পাশে একটা মাদ্রাসা আছে। ছোটবেলায় আব্বুর সাথে একদিন গ্রামে বেড়াতে গেলাম। ঐদিন মাদ্রাসার পাশ দিয়ে বাজারে ঢুকার সময় দেখি কয়েকটি মাদ্রাসার ছেলে একটি বোরকা পরা মেয়েকে ইঙ্গিত করে বলছে – ঢাকা টু খুলনা। আরেকজন বলছে - আসাম টু পাবনা। পরে জানতে পারলাম এর অর্থ হচ্ছে - ঢাকা একটু খোল, আর অপর জন বলছে, আশা থাকলেও পাবিনা।

১৭২.
যে আল্লাহর অস্তিত্বই প্রমাণিত হয়নি, সে আল্লাহকে সর্বশক্তিমান দাবী করাটা পাগলামী। পাগল হবার অধিকার পাগলের আছে।

১৭৩. 
হিন্দুধর্মের উদারতা এতটাই বেশি যে, সেক্সের নামে ধর্ষণও জায়েজ। কোনো নারী যৌনমিলন প্রত্যাখান করলে বৃহদারন্যক উপনিষদ ( বৃহ, ৬,৪,৬,৭) বলছে তাকে জোর করে বাধ্য করা উচিত। কেমন মনে হচ্ছে হিন্দু ধর্মকে?

১৭৪. 
মুহম্মদের জীবন ইতিহাস আর কোরান পাশাপাশি রেখে পড়লে, যে কোনো বুদ্ধিমান লোক খুব সহজেই বুঝতে পারবে কোরানে কী এবং কেন লেখা হয়েছিল।

১৭৫.
সারা রমজান মাস মুসলমানরা তারাবীহর নামাজ পড়েন, মুহাম্মদ কিন্তু তারাবীহর নামাজ পড়তেন না। এই নামাজের কথা কোরানের কোন সুরায় লিখা আছে? মুহাম্মদের পরে তারাবীহর নামাজ কোন পয়গাম্বরের যুগে নাজিল হলো? মুসলমান কেউ কি এর ব্যাখ্যা দেবেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন