বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

অসম্ভবে অবিশ্বাস

লিখেছেন অর্ণব

মনে করেন আপনার কোনো বন্ধু আপনাকে এসে বললো যে, সে একটি ২৫ পয়সার মুদ্রা কুড়িবার আকাশে টস করে প্রত্যেকবারই 'শাপলা' পেয়েছে এবং একবারও 'বাঘের মাথা' পায়নি - আপনার কি তার এই কথাটা বিশ্বাস করা উচিত? মনে করে নিন যে, ঐ বন্ধু খুবই ভালো, সত্যবাদী এবং পরহেজগার একজন মানুষ; তাকে কখনও আপনি মিথ্যা বলতে দেখেননি জীবনে একবারও, তথাপিও তার ওপরোক্ত কথাটি কি আপনার বিশ্বাস করা উচিত? 

এখানে লক্ষ্য করুন, প্রশ্ন কিন্তু আমার নয় যে, আপনার বন্ধুটি বাস্তবিকই সত্য বলছে নাকি মিথ্যা বলছে, প্রশ্নটি হচ্ছে আমার বরং: তার ওপরোক্ত দাবীটি কি আপনার বিশ্বাস করা উচিত কি উচিত নয়? সত্য-মিথ্যা আপনি গণিতের সাহায্যে নির্ণয় করতে পারেন না হয়তো, তবে ঔচিত্য এবং অনৌচিত্য নির্ণয় করতে কিন্তু ঠিকই পারেন! 

যেমন: প্রবাব্লিটি থিয়োরি অনুসারে একটি মুদ্রা কুড়িবার আকাশে টস করে প্রত্যেকবার 'শাপলা' পাবার সম্ভাবনা হবে ১/২^২০ বা প্রতি এক মিলিয়নে এক! অর্থাৎ এক মিলিয়নবার চেষ্টা করলে আপনি গড়ে পর পর বিশটি টসে অব্যহতভাবে 'শাপলা' পেতে পারেন একবারও 'বাঘের মাথা' না পেয়ে। একবার টস করতে যদি ২ সেকেণ্ড লাগে, তাহলে এক মিলিয়ন গুনন দশ বার বা দশ মিলিয়ন বার টস করতে আপনার লাগবে প্রায় ১১৬ দিন এবং এই ১১৬ দিন আপনাকে টানা মুদ্রা টস করে যেতে হবে গড়ে অন্তত একবার পরপর বিশটি 'শাপলা' পেতে হলে! এটা একটি অসম্ভব ঘটনা, গণিত বলছে, এটি একটি অসম্ভব ঘটনা এবং এই ব্যাপারটার ওপর আপনি ১০০% আস্থা রাখতে পারেন যে, গণিত আপনার পরহেজগার বন্ধুটির অপেক্ষা একটু বেশি সত্যবাদী, কেননা গণিতের মিথ্যা বলার সামর্থ্যই নেই।

এই সত্যের আলোকে তাহলে বলা যায় যে, আপনার সত্যবাদী বন্ধুটির দাবী কোনোভাবেই আপনার বিশ্বাস করে নেওয়া উচিত হবে না যে, সে একটি মুদ্রা কুড়িবার আকাশে টস করে প্রত্যেকবারই 'শাপলা' পেয়েছে। সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতা একটি খুবই নির্ণয়যোগ্য এবং গণনাযোগ্য বিষয়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, তথাপিও আমরা নানা ধরনের আচানক অসম্ভব জিনিষপত্রে বিশ্বাস করি। কেউ আমরা বিশ্বাস করি জিনে-ভূতে, কেউ বিশ্বাস করি দৈত্য-দানবে, কেউবা বিশ্বাস করি হোমিওপ্যাথিতে-টেলিপ্যাথিতে... যেসবের কোনো বিশ্বাসই ১%ও এভিডেন্স ভিত্তিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন