রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ৫২

লিখেছেন কবীর উদ্দীন

২৫৬.
- কয়েকটি নৃশংস চটি বইয়ের নাম লিখো।
- কয়েকটি নৃশংস চটি বই হচ্ছে: শ্রীগীতা, শ্রী মনুসংহিতা, শ্রী মহাভারত, তৌরাত শরীফ, জাবুর শরীফ, ইঞ্জিল শরীফ, কোরান শরীফ, বোখারী শরীফ, মুছলিম শরীফ, তিরমিজি শরীফ, দাউদ শরীফ।

২৫৭.
- নবীজি বাড়িঘর ছেড়ে গর্তে বাস করতেন কেন?
- নবীজি তার ১৫ বছরের বড় খাদিজা খালাম্মাকে বিবাহ করেছিলেন শুধুমাত্র ধন-সম্পদ ও ভেড়া-দুম্বার লোভে পড়ে। খালার সাথে প্রেম-ভালবাসা করতে তাঁর লজ্জা লাগত, তাঁর বিবেক তাঁকে প্রতিনিয়ত দংশন করত। নবী এবং লোভী হলেও তার কিছুটা অন্তত লজ্জা শরম ও বিবেক ছিল। তাই তিনি খাদিজা খালার কাছ থেকে পালিয়ে গর্তে আশ্রয় নিতেন।

২৫৮.
- কয়েকটি গর্তবাসী জীবের নাম বলো।
- কয়েকটি গর্তবাসী জীব হচ্ছে: সাপ, গুইসাপ, ইঁদুর, শেয়াল, মাছরাঙা পাখি, বেজি ও নবীজি।

২৫৯.
- 'পটল তোলা, আমড়াকাঠের ঢেঁকি, চক্ষু চরখগাছ ও আঙ্গুল ফুলে কলাগাছ' এই বাগধারাগুলির ছহীহ ইছলামী আরবি অনুবাদ এবং বাক্য রচনা করো।
- পটল তোলা - খেজুর তোলা। (বাক্য: নবীজি সাঙ্গা করতে করতে ক্লান্ত হয়ে অবশেষে নয়জন বিবি রেখে খেজুর তোলেন।)
আমড়াকাঠের ঢেঁকি - খেজুরকাঠের ঢেঁকি। (বাক্য: মুমিন হয়েও যারা বহুবিবাহ, শিশুবিবাহ, পুত্রবধূবিবাহের মত সুন্নতী কাজ করতে পারে না, তারা প্রকৃত মুমিন নয়। একেকজন খেজুরকাঠের ঢেঁকি।)
চক্ষু চরকগাছ - চক্ষু খেজুরগাছ। (বাক্য: জিব্রাইল দেখে নবীজির চক্ষু মোবারক খেজুরগাছ।)
আঙ্গুল ফুলে কলাগাছ - আঙ্গুল মোবারক ফুলে খেজুরগাছ মোবারক। (বাক্য: গনিমতের রহমতে নবীজির আঙ্গুল মোবারক ফুলে খেজুরগাছ মোবারক।)

২৬০.
- অবতার এবং পয়গম্বর হতে কী কী গুণাগুণ আবশ্যক?
- মিথ্যাবাদিতা, ধোঁকাবাজি, নৃশংসতা, সর্ব প্রকারের হীনতা, জঘন্যতা, লাম্পট্য, লোভ ইত্যাদি অতি দুর্লভ গুণাগুণ অবতার ও পয়গম্বর হওয়ার পূর্ব শর্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন