আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

মকর সংক্রান্তি ছিনতাই করল ম্লেচ্ছ খ্রিষ্টানেরা, গোমাতার সন্তানেরা জেগে উঠুন!

লিখেছেন কৌস্তুভ

আসুন, আগে আমাদের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দিই। সূর্যের উত্তরায়ণ-দক্ষিণায়ণ, ইস্কুলের ভূগোল ক্লাসের পড়াটড়া মনে আছে কি? শীতকাল এলে সূর্যের আলো কেবলই দক্ষিণদিকে সরতে থাকে, তাই তাকে বলে দক্ষিণায়ণ। এটার চরম এবং শেষ দিন হচ্ছে মকর সংক্রান্তি, যখন সূর্য মকরক্রান্তি রেখায় মানে Tropic of Capricorn-এ লম্বভাবে আলো দেয়। তার পর থেকে আবার উত্তরায়ণ শুরু হয়, গরম পড়তে থাকে, মানে বসন্তের সূচনা হল বলে।
(যদিও এই দিনটা আসলে ডিসেম্বর ২১-২২ এর দিকে, কিন্তু মকর সংক্রান্তি আজকাল পালন করা হয় জানুয়ারি ১৪-১৫র দিকে। তবে এটা নিয়ে চিন্তিত হবেন না। সেযুগের মুনিঋষিদের গণনা অভ্রান্তই ছিল। এই কয়েক হাজার বছরে সূর্যের অয়নচলন মানে সূর্য আর পৃথিবীর ক্রমশ সরতে থাকার জন্য (অয়নচলন শব্দটা বেশ কাব্যিক আর মিস্টিক, কেউ মকর সংক্রান্তির ভুল ধরতে এলে এসব শুনিয়ে ভেবলে দিতে পারবেন) জ্যোতিষের তারিখ আর জ্যোতির্বিদ্যার তারিখ একটু সরে গেছে কেবল।)

তো এই দিনটাকে বলা হয় Winter Solstice, আর সারা দুনিয়ার প্রাচীন জনজাতিই এটাকে উদ্‌যাপন করত নানাভাবে। ইহুদীরা বলত হানুখা, ইউরোপে বলত ইয়ুলটাইড... মোদ্দা কথা, শীতকালের হাড়কাঁপানো, রুক্ষ, কষ্টের দিনগুলো এবার ভালো হতে শুরু করবে, ক্রমে ফুল-ফল-সবুজ পাতার দিন আসবে, বসন্ত শুরু হতে চলেছে – এই আশা নিয়ে উৎসব পালন আর কি।

এখন হাজারদুয়েক বছর আগে যখন ক্রিশ্চিয়ানিটি নামে এক সদ্যোজাত ধর্মের প্রচারকেরা সেযুগের সমাজে গ্রহণযোগ্যতা খুঁজছিল, তারা ভেবে দেখল, একটা প্রচলিত পবিত্র দিনকে যদি আত্তীকরণ করে নেওয়া যায়, একটা প্রচলিত উৎসবকেই যদি তাদের নবী’র জন্মদিন হিসাবে চালিয়ে দেওয়া যায়, তাহলে লোকে সহজে এই নতুন ধারণাগুলো গ্রহণ করতে পারবে, তাদের মানিয়ে নেওয়া সহজ হবে। তাই প্রচলিত এই আনন্দের উৎসবকেই তারা জন্মদিন পালনের উৎসব হিসেবে পাকড়ে ফেলল।

এইজন্য বজ্জাত নাস্তিকগুলো ক্রিসমাসের সময় এলেই এর Pagan (আদিম ধর্ম) উৎসকে জোর দিয়ে ‘মেরি ক্রিসমাস’-এর বদলে বলতে থাকে, happy holidays বা season’s greetings নয়ত celebrate Solstice। ‘আমেরিকান এথেইস্টস সংগঠন এইসব নিয়ে বিলবোর্ডও টাঙায়। কিন্তু আদপে বলা উচিত ছিল, ‘মেরি মকর-সংক্রান্তি’! (অনুপ্রাসেও বেশ মেলে!) গোমাতার সুযোগ্য সন্তানেরা, জেগে উঠুন, পশ্চিমা দুনিয়ায় নিজেদের যোগ্য স্থান অধিকার করে নিন, ওবামার কাছে পিটিশন পাঠান ক্রিসমাসের নাম বদলে দিতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন