রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২

মুমিনীয় যুক্তিশাস্ত্র

লিখেছেন Mosammot Rinee Khatun

মানবতাবিরোধী অপরাধ আদালতে আইন, ইতিহাস আর যুক্তিতর্কের সওয়াল-জবাবে যুদ্ধাপরাধীদের উল্টাপাল্লা বাতচিৎ শুনে গে আজম রাগে সকল জেলবন্দি যুদ্ধাপরাধীদের আইন, ইতিহাস আর যুক্তিবিজ্ঞান পড়ার ফরমান জারি করলেন ।

পরের শুকুরবার জেল মসজিদে মইত্যারে দেইখ্যা গে আজম শুধায়:

- কী রে, তোর পড়া কেমন হইতাছে? 

- মাশাল্লা হুজুর, সবই বুঝতাছি, মাগার মুক্তিযোদ্ধার মতো ট্যারা লজিকটারে ভাওমত পাইতাছি না। কিছুতেই বুজতাছি না ।

- খাড়া, তোরে উদাহরন সহকারে বুজাইয়া দিতাছি। যেমন ধর -- তুই তো ভাত খাস?

- জ্বী, হুজুর।

- নিশ্চয় ভাত রান্না করতে রাধুনী লাগে?

- আলবৎ হুজুর ।

- তোর ঢেমনি তো শয্যাশায়ী, কাজেই দাসী রেখেছিস।

- তাজ্জব কি বাৎ! কেমনে বুজলেন?

- হ্যার লগে তুই সহবতও করিস 

- শরমের কথা। তবে শরা শরিয়ত ঠিক রেখে, আর হাদিস তো জানেন, হুজুর।

- এখন লজিক্যালি বলতে পারি তুই HETEROSEXUAL. বুজছিস? এই হলো যুক্তি। লজিক!! লজিক!!!

পরের দিন দেইল্লারে দেইখ্যা মইত্যা জিগায়:

- কী রে, দিলু, (আদরের ডাক) পড়ার খবর কী?

- আর কইয়েন না, বুড়াকালে আখাম্বা লজিক বুজার সাধ্য আমার পাকিস্তানী বাপেরও নাই। বড় হুজুর পড়া ধরলে কী কমু, ভাইবা আমার দাড়িতেও টাক পড়তাছে। 

- ঘাবড়াইস না, বুজাইয়া দিতাছি।

- তুই তো ভাত খাইস?

- না, হুজুর, আমি তো ছুন্নতী খানা সৌদি খেজুর খাই।

- নিশ্চয় কোনো সৌদি পুরুষ চাষী সেগুলা আবাদ করে।

- মাশাল্লা তাই।

- এখন লজিক্যালি বলা যায়, তুই শালা একটা PASSIVE HOMOSEXUAL - আখাম্বা গে, পাকিস্তানী গেলমান তুই এখনও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন