বেহেশতী হুর-গেলমান সঙ্গমপিয়াসী মমিন মুছলিমকে সারাটা জীবন কতো কী করতে হয়ে পরম অধ্যাবসায় ও নিষ্ঠার সঙ্গে, পড়তে হয় শত-সহস্র রাকাত নামাজ, রোজা রাখতে হয়, দিতে হয় কোরবানি-যাকাত, আর্থিক সঙ্গতি থাকলে হজ্ব করতে হয়। এ ছাড়া আরও মেনে চলতে হয় হাদিস-কোরানের অসংখ্য কঠোর বিধান...
ওপরের শর্তগুলো কিন্তু শুধু পুরুষদের জন্য প্রযোজ্য। আর ইছলাম যেহেতু নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান, তাই তাদের জন্য বেহেশতবাসী হবার পথও অত্যন্ত সহজ করে দিয়েছে আল্যাফাক। বেহেশতে গিয়ে স্বামীর প্রবল ইন্দ্রিয়পরায়ণ জীবনযাপন (বহুহুরগমন, অগণ্যগেলমানগমন) স্বচক্ষে অবলোকন করে নিজে অনন্তকাল অতৃপ্ত থাকার সৌভাগ্য অর্জন করতে চাইলে একজন নারীকে ইহকালে তেমন কিছুই করতে হবে না; শুধু স্বামীর অনুগত থাকলেই চলবে। আলহামদুলিল্লাহ।
চার মিনিটের ভিডিও।
চার মিনিটের ভিডিও।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
http://youtu.be/X_wrFmlJ71s
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন