যিশুর জন্ম হয়েছিল আসলে কবে? বাইবেলও এই প্রশ্নের নিশ্চিত উত্তর দিতে পারে না। 'লুক লিখিত সুসমাচার' ও 'ম্যাথিউ লিখিত সুসমাচার' থেকে পাওয়া যায় পরস্পরবিরোধী তথ্য। আরও মজার কথা এই যে, 'লুক লিখিত সুসমাচার'-এর ভেতরেও স্ববিরোধিতা আছে। বস্তুত যিশু বলে কেউ কখনও ছিলো, সেটার বাইবেল-বহির্ভূত কোনও প্রমাণ আজ অব্দি মেলেনি। অতি চমৎকার ভিডিও।
(৬.২৪ মিনিট)
২.
১৮৯৭ সালে আট বছর বয়সী এক বালিকা স্যান্টা ক্লজ নামে সত্যিই কেউ আছে কি না জানতে চেয়ে একটা চিঠি লিখেছিল নিউ ইয়র্ক সান পত্রিকায়। তার সেই চিঠির জবাবে তাকে স্যান্টার অস্তিত্ব সম্পর্কে আশ্বাস দেয়া হয়েছিল। না, সেই পত্রিকার উত্তর নিয়ে কোনও আপত্তি নেই। তবে উত্তরটি কীভাবে দেয়া যেতে পারতো, তার একটি অনবদ্য নমুনা দেখুন।
(৪.০৮ মিনিট)
American Atheists-এর সভাপতি ডেভিড সিলভারম্যানের সাক্ষাৎকার আমি আগ্রহ সহকারে দেখে থাকি। তবে সমস্যা হলো, খ্রিষ্টীয় চ্যানেলগুলো তাঁকে ডাকে বটে, তবে কথা বলার সুযোগ দিতে চায় না। সাক্ষাৎকারদাতার চেয়ে বেশি কথা বলে সাক্ষাৎকারগ্রহীতা। তবু ক্রিসমাসের আগে প্রচারিত এই ভিডিওর শেষ ১৬ সেকেন্ডের জন্য সিলভারম্যানকে বাহবা দিতেই হয়।
(৬.৩৬ মিনিট)
৪.
গত বছর ক্রিসমাসের আগে পাঁড় খ্রিষ্টীয় চ্যানেলে ডেভিড সিলভারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে তাঁর প্রতিপক্ষ ছিলো চারজন! কিন্তু কী অবলীলায় তিনি চারজনকে ধরাশায়ী (আক্ষরিক অর্থে নয়) করলেন! ভিডিওটি ধর্মকারীতে আগে প্রকাশিত 'একা এবং কয়েকজন' নামে।
(১০.৪০ মিনিট)
৫.
ঘণ্টায় একশো মাইল গতিতে গাড়ি চালাচ্ছিল এক মহিলা, হর্ন বাজাচ্ছিল থেকে থেকেই। কারণ হিসেবে সে বললো, তাকে গাইড করছিল ঈশ্বরের স্পিরিট এবং ঈশ্বরই তাকে হর্ন বাজাতে বলছিল।
(৩.০৬)
৬.
নতুন পোপের সম্বর্ধনা অনুষ্ঠান। ভিডিও-গেমের আদলে বানানো। পরম বিনোদনী।(২.৪২ মিনিট)
৭.
ধর্ম হচ্ছে ব্যর্থ বিজ্ঞান। বলেছেন স্যাম হ্যারিস। আরও একটি দারুণ কথা বলেছে তিনি: সব ধর্মকে এক কাতারে ফেলা যায় না। খেলাখুলোয় যেমন ব্যাডমিন্টন এবং বক্সিং সমান ধরনের ঝুঁকিপূর্ণ নয়, ধর্মগুলোর মধ্যেও সেই রকম তারতম্য বিদ্যমান।
(৪.৪৯ মিনিট)
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন