আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

রবিশংকর ও মমিনের সংকট

লিখেছেন নিলয় নীল

একজন মুমিন এর একখান স্ট্যাটাস চোখে পড়ল, এতো ভাল স্ট্যাটাস যে, চুরি না করে পারলাম না। সে যা বলছে, তার একবিন্দুও মিথ্যা নয়। তাকে নিয়া কেউ হাসাহাসি করবেন না, পারলে সেই জিনিসকে নিয়ে হাসাহাসি করুন যা তার মধ্যে এই ধরনের চিন্তার অনুপ্রবেশ করায়। এই জিনিশ আপনার সন্তানকেও গ্রাস করার জন্য বসে আছে। সুতরাং সাবধান। কথা না বাড়িয়ে হুবহু কপি পেস্ট করলাম। নিচে লিংক দিয়ে দিচ্ছি:
পন্ডিত রবিশঙ্কর মারা গেছেন, মারা যাবেন স্বাভাবিক। প্রতিটি নফস্ কেই মৃত্যুর চাখতে হবে। তিনি বিশ্ববিখ্যাত সঙ্গীতকার এ ব্যাপারেও কোন সন্দেহ নেই। কিন্তু বিস্মিত হই যখন দেখি অনেক মুসলিম ভাই তাঁর মৃত্যুতে গভীর শোকাহত হয়ে পোস্ট লিখেন। এদের মধ্যে কেউ কেউ ইসলামের দাঈ। কে এই রবিশঙ্কর? মানবকল্যানে তাঁর অবদান কী? তিনি একজন সরোদ/সেতার বাদক। এই ধরনের সঙ্গীতচর্চা তো ইসলামে হারাম।যে মানুষটা সারাটা জীবন হারামের চর্চা করে গেল তার জন্য শোকাশ্রু কেন? বব ডিলান, এলভিস প্রেসলি, মাইকেল জ্যাকসন, বিসমিল্লাহ খান প্রমুখ তাদের স্ব স্ব হারামের জগতে সম্রাট হলেও আল্লাহর কাছে , একজন মুসলিমের কাছে এদের কানাকড়িও মূল্য নেই। প্রকৃতিগত ভাবে আমাদের গান-বাজনা-নাচ ভালো লাগে কারণ হারামের প্রতি আদম সন্তানের একটা সহজাত আকর্ষণ রয়েছে কিন্তু মুমিন সেই যে এসবকে খারাপ জ্ঞান করে এবং দূরে থাকার আপ্রাণ চেষ্টা করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন