স্পেনে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত পাকিস্তানী প্রাক্তন মুসলিম ইমরান ফিরাসাত নবীজির বিশদ জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছেন The Innocent Prophet নামে। এ ব্যাপারে তাঁকে সক্রিয় সহযোগিতা জুগিয়েছে কোরান পোড়ানো আমেরিকান খ্রিষ্টীয় পাদ্রী টেরি জোনস। নির্মাতা দাবি করেছেন, ডকুমেন্টারি ব্যবহৃত সমস্ত তথ্য কোরান, হাদিস ও অন্যান্য ইসলামী সূত্র থেকে নেয়া। তাঁর দেয়া একটি সাক্ষাৎকার থেকে বিশদ জেনে নেয়া যেতে পারে।
এক ঘণ্টা এগারো মিনিটের ডকুমেন্টারি শুনে (দেখার তেমন কিছু নেই আসলে) কৌতূহলীরা চিন্তার অনেক খোরাক পাবেন বলেই মনে হলো।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
http://youtu.be/7gwcuG2jb9k
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন