২৬৬.
- কয়েকজন বিশিষ্ট পৌত্তলিকের নাম লিখো।
- আমিনা (উম্মে নবীজি), আবদুল্লাহ (আবুল নবীজি), আবু তালিব, হালিমা, আব্দুল মোতালিব প্রমুখ। এঁরা সকলেই বিশিষ্ট পৌত্তলিক ছিলেন আমরণ।
২৬৭.
যারা কাফের এবং কুফুরী অবস্থাতেই মৃত্যু বরণ করে, ওদের উপরই রয়েছে আল্লার, ফেরেশতাকুলের ও মানবকুলের লানৎ। (কোরান ২:১৬১)
নবীজির পিতামাতা, দুগ্ধমাতা, দাদা-দাদি, নানা-নানি, খালা-খালু, চাচা-চাচি, ফুফা-ফুফু, মামা-মামি সকলেই যে কাফের বা পৌত্তলিক অবস্থায় মারা গেছেন! আহারে! বেচারাদের ওপর চারিদিক থেকে শুধু লানৎ বর্ষিত হচ্ছে।
২৬৮.
হে ঈমানদারগণ, তোমাদের বিধান দেয়া হয়েছে হত্যার বিনিময়ে কিছাছের, আজাদের বিনিময়ে আজাদের, গোলামের বিনিময়ে গোলামের, নারীর বিনিময়ে নারীর। (কোরান ২:১৭৮)
আল্লার বিনিময়ে আল্লা, রছুলের বিনিময়ে রছুল কই?
২৬৯.
যারা কাফের এবং কুফুরী অবস্থাতেই মৃত্যু বরণ করে, ওদের উপরই রয়েছে আল্লার, ফেরেশতাকুলের ও মানবকুলের লানৎ। (কোরান ২:১৬১)
যারা কাফের অবস্থাতেই মারা যায় তদের জন্য আমার শুভেচ্ছা রইল। আমার নিজেরও কাফের অবস্থাতে মারা যাবার আন্তরিক ইচ্ছে।
২৭০.
আল্লাহর পথে নিহতদের মৃত বলো না। তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারছ না। (কোরান ২:১৫৪)
আল্লাপাক দেখি ভূতে বিশ্বাসী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন