১৯৬.
ইসলাম একটা কড়া ধর্ম।
মোহাম্মদ একজন কড়া মানুষ ছিলেন।
কোরান একটা কড়া হাসির বই।
তালেবানরাই কড়া মুসলমান।
মুসলমানগো মেজাজ কড়া।
তাই আমরাও ইসলামের কড়া সমালোচনা করি।
১৯৭.
পৃথিবী যে গোল, তা আপনি কেন মানেন? পৃথিবীর ৫০০ কোটি লোকে বিশ্বাস করে, তাই মানেন? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা যায় বলেই মানেন? কোরানে পৃথিবীকে সমতল বলে দাবি করা হয়েছে, সেটা মানেন না কেন?
১৯৮.
শিক্ষিত লোকেরাই সবচেয়ে বড় বাধা। অশিক্ষিত লোকেরা তেমন বড় বাধা নয়। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ব্যাপক দুর্নীতি মহামারি আকারে বৃদ্ধি পেয়েছে শিক্ষিত লোকদের কারণেই। ধর্মীয় গোঁড়ামী ছড়ানোর জন্যও দায়ী এরাই। গ্রামের মাঠে-ঘাটের কঠিন পরিশ্রম করা চাষী, শহরের রাজমিস্ত্রী বা রিক্সাচালক এরা কেউ ধর্ম নিয়ে তেমন মাথা ঘামায় না। বড়জোর হয়ত নামাজ-রোযা করে, ওই পর্যন্তই। কোরান-হাদীসের কোন আয়াতে কী আছে, কোন আলেমের কি তফসীর, এসবে তাদের কিছু যায় আসে না। তাদের মাথা ওয়াশ করে সেসব তথাকথিত শিক্ষিত লোকে, যারা এসব নিয়ে গবেষণা করে, তারা।
১৯৯.
আল্লাহ যদি সত্যিই থাকতেন, তবে তাকে ডিফেন্ড করতে গিয়ে অসহায় বান্দাদের লেজে-গোবরে অবস্থা দেখে সত্যই বিমর্ষ হয়ে পড়তেন আজকে।
২০০.
আপনি যদি নিয়মিত নামাজ-রোজা করেন, পকেটে টুপি নিয়া ঘোরেন, শুধু ইসলামিক বই পড়েন, সবাইরে লম্বা কইরা সালাম দেন, তাইলে আত্মীয় স্বজন আর পরিবারের সবার কাছে আপনি একটা লক্ষ্মী আর বুদ্ধিমান ছেলে। আর যদি আপনি কোরান বাংলায় পড়ার পর বিজ্ঞান আর যুক্তি দিয়ে এর মধ্যে ভুল আছে বলে দাবি করেন, তাইলে এরা সবাই বলবে,আপনি পাগল হইয়া গেছেন।
২০১.
৫১ বছরের মোহাম্মদের সাথে বিয়ের সময় আয়েশার বয়স ৬ বছর ছিল - এটা কেন বেশির ভাগ মুসলমান অস্বীকার করে, বুঝি না; যখন বেশ কিছু হাদিসেই তার প্রমাণ আছে।
২০২.
আমরা যারা সংশয়বাদী বা নাস্তিক, তারা কিন্তু এমন বলছি না যে, কোরান পুরাটাই খারাপ। কোরানে ভালো উক্তিও আছে, খারাপ উক্তিও আছে। কিন্তু আমাদের কথা হল এই যে, এটা যেহেতু সৃষ্টিকর্তা প্রেরিত, তাই এতে খারাপ কথা বা ভুল নির্দেশনা কেন থাকবে? আমাদের প্রশ্ন এখানেই। যার জবাব আমরা পাইনি।
২০৩.
অসহায় বিধবা নারীদের বিয়ে করেই সাহায্য করতে হবে - এটা ধর্ম হতে পারে না; এটা মধ্যযুগীয় বর্বরতা।
২০৪.
আমার মতে, প্রাতিষ্ঠানিক ধর্ম এক প্রকার দাসপ্রথা। তবে গতানুগতিক দাসত্ব এটা নয় অর্থাৎ জলজ্যান্ত মানুষকে দড়িবাঁধা অবস্থায় বাজারের পণ্যদ্রব্যের মত ক্রয়বিক্রয়ের বালাই নেই এতে। এ দাসত্বের পণ্য কোনও সুস্থসবল যুবকের পেশীজাত কর্মক্ষমতা নয়, নয় কোনও শিশুর আজীবন বশ্যতা, নয় কোনও কিশোরী-যুবতীকে যদৃচ্ছ ব্যবহারের অবাধ অধিকার। ধর্মীয় দাসত্ব তার চেয়েও ভয়ংকর – এর লক্ষ্য মানুষের শরীর নয়, মন। মনকে, বুদ্ধিকে, স্বাধীন চিন্তার ক্ষমতাকে সারা জীবনের জন্যে পঙ্গু করে দেওয়া হয় এই দাসত্বে। ভিক্ষাবৃত্তির পিশাচ বণিকরা যেমন অপহৃত শিশুকে আংটাতে বেঁধে বিকলাঙ্গ করে ফেলে চিরদিনের জন্যে, তেমনি প্রাতিষ্ঠানিক ধর্মের লক্ষ্য হল মানুষের মুক্তচিন্তার ক্ষমতাকে শিশুকাল থেকেই অক্ষম করে ফেলা।
২০৫.
ভারতীয় হিন্দু ইমিগ্রান্টদের সাথে আমেরিকা বা ইউরোপে কারো গোল বাধে না, বাধে মুসলিমদের সাথে। এর কারণ কী?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন