শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

কিম্ভূত মেলা কুম্ভমেলা

কুম্ভমেলা সম্পর্কে উইকিপিডিয়া লিখছে:
কুম্ভমেলা (দেবনাগরী: कुम्भ मेला) একটি হিন্দু উৎসব। এই উপলক্ষ্যে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন।
সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে (এলাহাবাদ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার,উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।
এ বছরের কুম্ভমেলা থেকে আটাশটি ছবি। দেখে একটি কথাই মনে হলো: ধর্ম ও অন্যান্য কুসংস্কারে বিশ্বাসীরা অর্থ, সময় ও শ্রমের কী বিপুল অপচয় করে, সেটা তারা, বোধহয়, উপলব্ধি করতে পারে না। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন