২৮৬.
- "গোগ্রাসে খাওয়া" - এর ছহীহ অনুবাদ ও বাক্য রচনা করো।
- গোগ্রাসে খাওয়া এর ছহীহ অনুবাদ হবে, "উগ্রাসে খাওয়া।" মানে উটের গ্রাসে খাওয়া। উদাহরণ - নবীজি উগ্রাসে খেজুর ভক্ষণ করিতেন।
২৮৭.
যদি তোমরা তাদের স্পর্শ করার আগে তালাক দাও এবং তাদের জন্য মোহর নির্ধারিত করে থাক তবে নির্ধারিত মোহরের অর্ধের দিয়ে দেবে। (কোরান ২:২৩৭)
স্পর্শিত বা অস্পর্শিত যে অবস্থাতেই তালাক হোক পুরুষরা কি কখনও কোনো মোহর পাবে না? তাদের দেহের কি কোনোই মূল্য নেই আল্লার কাছে? পুরুষদের দেহের প্রতি আল্লাহর এ কেমন অবিচার? এ কেমন অমূল্যায়ন পুরুষদেহের? আল্লাপাক দেখি ভয়ানক পুরুষ-বিদ্বেষী!
২৮৮.
নবীজির সাধ নাই মরু-মরু ঘুরিতে
বোরাকের ঢং ধরি সেও চায় উড়িতে।
২৮৯.
আল্লাহর আইনে ব্যভিচারের শাস্তি হচ্ছে দোষীকে ১০০ দোররা মারা বা পাথর ছুঁড়ে হত্যা করা। আল্লাহপাক আর মরিয়ম বিবাহ না করেই ব্যভিচারের মাধ্যমে ধর্মীয় মতে জারজ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাদের সেই ব্যভিচারের ইছলামী বিচার আজও হল না। আল্লার রাজত্বে এবং আল্লারই আইনে তাদের দু'জনেরই বিচার হওয়া ফরজ নয় কি?
২৯০.
আকাশ-পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লার। (কোরান ২:২৮৪)
আমি যে আল্লার নই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন