শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

পরিবর্তিত পুনম পান্ডে

টিপিক্যাল মমিনীয় চরিত্রের অন্তর্গত বৈপরীত্য ও পরস্পরবিরোধিতা আমার কাছে বড়োই উপভোগ্য ও বিনোদনী বিষয়। পার্থিব হারাম আনন্দ-সুখের পেছনেও এরা ছোটে, তবে পারলৌকিক হাওয়াই মিঠাইটা যেন মিস হয়ে না যায়, সে ব্যাপারেও সতর্ক থাকার টানাপোড়েনে ভোগে। একটি ছোট্ট উদাহরণ: অনেক মমিন মুসলিম মদ্যপানের মওকা যেমন ছাড়ে না, আবার জমজমের পানিও তাদের চাই। 

তো যে-প্রসঙ্গে এই ভূমিকার অবতারণা। পুনম পান্ডের কথা আপনাদের মনে আছে? ওই যে সাড়া জাগানো ভারতীয় মডেলকন্যা, বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হলে যে তার উদোম শরীর দেখাবে বলে ভুয়া 'হুমকি' দিয়েছিল? এছাড়া মাঝেমধ্যেই নানান ইঙ্গিতময় বক্তব্য ও পুরুষমহলে আলোড়ন জাগানো পোশাক পরিধান করে নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করে সে। 

তবে আমার ধারণা ছিলো না, এই মেয়ে এতোটা ধর্মবতী। সে এ বছরের কুম্ভমেলায় গেছে, নিবেদিতপ্রাণ ভঙ্গিতে প্রার্থনা করেছে...

... তারপর নাঙ্গা হবার প্রতিশ্রুতি নিজে না রাখলেও মেলায় গিয়ে সে দেখা করেছে নাঙ্গা বাবাদের সঙ্গে:

খবরের লিংক পাঠিয়েছেন দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন