বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

প্রতিবাদ ও দাবি

ব্লগার আসিফ মহিউদ্দীনকে নৃশংসভাবে আক্রমণ করে গুরুতর আহত করেছে কিছু বর্বর ব্যক্তি। আঘাতের ধরন দেখে ডাক্তাররা নিশ্চিতভাবে জানাচ্ছেন, আততায়ীদের লক্ষ্য ছিলো তাঁকে হত্যা করা। এর পেছনে যে কারণই থাক না কেন, সে কারণ কখনওই হত্যা বা হত্যার উদ্যোগকে ন্যায্যতা দেয় না কোনওমতেই। 

আসিফ নানান বিষয়ে লেখেন। নিজের মত প্রকাশ করেন। তাঁর প্রকাশিত মতগুলোর সঙ্গে অন্যদের মতবিরোধিতা থাকতেই পারে, এবং উত্তরে প্রকাশ করা যেতে পারে বিরুদ্ধমতও। নয়তো স্রেফ এড়িয়ে যাওয়া যেতে পারে তাঁর কথা গুরুত্বহীন মনে হলে। চাইকি তাঁকে ঘৃণাও করা যেতে পারে। কিন্তু তিনি কি এমন কিছু কখনও লিখেছেন, যে কারণে তাঁকে হত্যা করাটাই সমীচীন বলে মনে হতে পারে? 

আমাদের দাবি - এই নির্বীর্য, দুষিতমস্তিষ্ক আক্রমণকারীদের খুঁজে বের করে আইনী শাস্তির ব্যবস্থা করা হোক। আর আসিফ মহিউদ্দীন নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। দ্রুত আরোগ্যলাভ হোক তাঁর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন