কিছু লম্বা কমিক, কার্টুন আর পোস্টার আছে আমার সংগ্রহে, যেগুলো ব্লগে সঠিক আকারে পোস্ট করা যায় না কিছুতেই, বা গেলেও খুব বেঢপ দেখায়। তাই সেগুলোকে ইমেজ হোস্টিং সাইটে আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। সেখানে ছবি ছোট দেখালে ছবির শরীরে ক্লিক করুন। আর লিমিটেড নেটধারীদের বলে রাখি: ছবিগুলো বেশ ওজনদার; বেশ কয়েক মেগা খেয়ে ফেলবে।
১.
জন লেননের গাওয়া অমর গান ইমাজিন-এর কার্টুনায়ন।
২.
মজাদার ও চিন্তাজাগানিয়া কমিক: ঈশ্বরের সঙ্গে PhilosoRaptor-এর সংলাপ। পাঠিয়েছেন দুষ্টু বালিকা।
৩.
পোস্টারের মাধ্যমে বিবর্তনের সরল, সহজবোধ্য ও খুবই চমৎকার বিশ্লেষণ।
৪.
আস্তিক ভাইয়েরা যখন আমাদের মতো কাফিরদের প্রশ্ন করেন, "ভাই, ধর্ম নিয়ে আপনাদের কী সমস্যা?", তখন চট করে অল্প কথায় উত্তর দেয়া সম্ভব হয় না সব সময়। তখন গত নভেম্বর মাসে সংগৃহীত এই সচিত্র সংবাদ সংকলন ধরিয়ে দিয়ে তাদেরকে অনেকক্ষণ ব্যস্ত রাখতে পারবেন।
৫.
চার্চের ভেতরে প্রথাসম্মত উঠ-বস নিয়ে এক কমেডিয়ানের হাহাপগে মন্তব্য।
৬.
এই পোস্টারটির নাম দেয়া যেতে পারে: কার হাসি কে হাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন