১৫৪.
ক্যাথলিক প্রেমিক-প্রেমিকা। একদিন প্রেমিকা বললো:
- আমার সমস্ত অতীত ইতিহাস আমি তোমাকে জানাতে চাই। তুমি হয়তো খুব কষ্ট পাবে, হয়তো আমাদের সম্পর্কও শেষ হয়ে যাবে, তবু আমি মনে করি, আমার অতীতের সবকিছু তোমার জানা দরকার।... আমার জীবনের একটা সময়ে আমাকে কিছুদিনের জন্য প্রস্টিটিউট হতে হয়েছিল।
- কীভাবে তুমি পারলে! না, তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।
প্রেমিকা কাঁদতে কাঁদতে বললো:
- তুমি জানো না, তখন আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো। আমাদের সঞ্চয়ে অতো টাকা ছিলো না। টাকা দিয়ে আমাদের সাহায্য করবে, এমন কাউকে খুঁজে পাইনি। তুমিই বলো, খুব কি বড়ো অপরাধ করেছি মা'র জীবন বাঁচাতে কিছুদিনের জন্য প্রস্টিটিউট হয়ে?
- প্রস্টিটিউট? ওহ্, তা-ই বলো! এটা কোনও ব্যাপার না। আমি তো প্রথমে শুনেছিলাম তুমি প্রটেস্ট্যান্ট হয়েছিলে।
১৫৫.
জীববিদ্যা শিক্ষক:
- মানবশরীরের কর্মক্ষম কিন্তু অপ্রয়োজনীয় একটি অঙ্গের নাম বলো।
ছাত্র:
- ক্যাথলিক ধর্মযাজকদের অণ্ডকোষ।
১৫৬.
খ্রিষ্টান যাজিকাদের (nun) মঠের দরজায় দুমদাম ধাক্কাচ্ছে ঘোর মাতাল দুই ইহুদি।
- দরজা খুলুন শিগগির!
ভেতর থেকে বলা হলো:
- এখানে অন্যদের ঢোকা নিষেধ। এখানে যিশুর কনেরা (bride) থাকে। আপনারা কে?
ইহুদি দু'জন উত্তর দিলো:
- আমরা বরপক্ষের লোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন