বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

লিংকিন পার্ক - ৬৭

১.
ধর্ষণের প্রধান দায় নারীর - এটা ধর্মপুস্তক, ধর্মবাজ ও ধর্মদুর্গতদের দুষিত মস্তিষ্কজাত বাণী। ভারতের এক আধ্যাত্মিক গুরু এবার বলেছে, ধর্ষিতাও ধর্ষকের মতো সমান অপরাধী। 

২. 
(লিংকম্যান: Suirauqa)

৩. 
যিশুর জন্ম কবে, বাইবেলের কোথাও বলা নেই সে কথা। তাহলে কিসের ভিত্তিতে ২৫ ডিসেম্বরে তার জন্মদিন পালন করা হয়? 

৪. 
McDonald's-কে অস্ট্রেলীয়রা প্রায়ই Macca's নামে ডাকে। তো McDonald's-এর নাম সাময়িকভাবে পাল্টিয়ে Macca's রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভাবছেন, এই খবর ধর্মকারীতে কেন? এই মজাদার ভিডিওর কথা মনে পড়ে গেল যে! 

৫. 

৬. 
দেশের ধর্মবাজকুল ও তাদের চ্যালারা যাবতীয় ভাস্কর্যবিরোধী। কারণ তা নাকি ইছলামের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ইছলামের আঁতুরঘর, নবীজির জন্মস্থান এবং সব ইছলামী দেশের আদর্শ খোদ চৌদি আজবে ভাস্কর্য কিন্তু বিরল নয় একেবারেই! এ বিষয়ে একটি সচিত্র বাংলা নিবন্ধ।

৭.
ইয়োরোপের অনেক দেশেই চার্চগুলোর ধর্মব্যবসা পড়তির দিকে। পোপের দেয়া সমকামিতা বিরোধী বক্তব্যের পরে হল্যান্ডের ক্যাথলিকরা দলে দলে চার্চ ত্যাগ করতে শুরু করেছে। একটি চার্চ তো ধর্মত্যাগেচ্ছুদের ছবি টাঙিয়েছে এই আশায়, যদি তাদের ধর্মানুসারী পরিচিতরা এই হবু-কাফেরদের ধর্মত্যাগ রোধ করতে পারে কোনওভাবে।

৮.
মানসিক সমস্যায় ভোগার সম্ভাবনা আধ্যাত্মবাদীদের বেশি থাকে। 

৯.
ধর্মের কঠোর সমালোচনা করি বলে আমরা অসহিষ্ণু। আর ধর্মের নামে অগণ্য অপকর্ম করাটা নিশ্চয়ই সহিষ্ণুতার পরিচায়ক। তাই বিশ্বে শিশুকামীদের বৃহত্তম সংগঠন ক্যাথলিক চার্চের প্রধান এই অসিহষ্ণুতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন