বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

হ্রস্বরসবাক্যবাণ – ৭২

১.
সংশয়বাদী তাকেই বলে, ঈশ্বরের আইডি কার্ড দেখতে চায় যে।
(সংগৃহীত ও অনূদিত)

২.
অসংখ্য প্রহরীর পরিবর্তে মাত্র কয়েকটি সিকিউরিটি ক্যামেরা স্থাপন করে বিশাল সুপারমার্কেটের সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করে রাখা যায়, অথচ সর্বশক্তিমান আল্যাফাক তার সৃষ্ট মানুষদের ওপর নজর রাখতে নিয়োগ করেছে কেরামান-কাতেবীন নামের তেরো-চোদ্দ বিলিয়ন ফেরেশতা।

৩.
ধর্মবিশ্বাসীদের অতীত- ও বর্তমান আচরণ দেখে এ কথাই মনে হয়: ধর্মবিশ্বাসীদের কাছে ধর্মীয় স্বাধীনতার মানে - ধর্মের নামে যা ইচ্ছে তা-ই করার স্বাধীনতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন