ব্লগার থাবা বাবা ওরফে রাজীব হায়দারকে নৃশংসভাবে হত্যা করল জামাত-শিবির। আজ রাত্রে তাঁর মিরপুরের বাড়ির সামনে তাঁর গলাকাটা লাশ ফেলে রেখে যায় তারা।
এর কিছুদিন আগেই জামাতি ব্লগ সোনারবাংলাদেশে শাহবাগ আন্দোলনের পিছনের মানুষদের চিনে নিন (পুরো পাতার স্ক্রিনশট এখানে) বলে থাবা বাবার পরিচয় এবং ধর্মকারীতে তিনি কেমন ঘৃণ্য নাস্তিকীয় কাজকর্ম করে বেড়ান তা স্ক্রিনশটসহ পোস্ট দেওয়া হয়েছিল। আর এখন নানা টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে উঠে আসছে তাঁর মৃত্যুর খবর।
আর পিছু হটার সুযোগ নেই। যুদ্ধ চলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন