শুনেছ তোমরা! আকাশেতে নাকি এক মহাবুড়ো থাকে,
তার নাকি কোনো হাত নেই!
তাহলে সে রোজ খাবার সময় কীভাবে যে ভাত মাখে!
খিদেও তো তার পায় না শুনেছি সারাটাদিন না খেলে?
তার নাকি কোনো চোখও নেই!
তাহলে কীভাবে চোখ বোঁজে বলো ঘুমটি তাহার পেলে?
তার নাকি কোনো পাও নেই!
তাহলে চললে ভূঁয়ের ওপরে কোন অঙ্গ তার ঠেকে?
তার নাকি কান-চোখও নেই!
তাহলে কীভাবে সব শোনে সে ও কীভাবে বা সব দ্যাখে?
তার নাকি কোনো মাথা নেই!
বিশ্রাম নিতে আরশের 'পরে শোয় তবে বলো কী দিয়ে?
তার নাকি কোনো আ-কারই নেই!
আ-কারহীনের অকর কণ্ড দেখি মোরা সকলে গিয়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন