নবীজি যেমন মেরাজে গিয়ে নিরাপদে ও সশরীরে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছিল, ঠিক সেই ধাঁচেই যেন ইছলামী বিগ্যানীরা এক বানরকে মহাশূন্যে পাঠায় এবং আবার তাকে ফেরতও নিয়ে আসে। কিন্তু এই ছহীহ ইছলামী সাফল্য প্রকৃতপক্ষে নবীজির মেরাজ-এর মতোই অলৌকিক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। বিশদ পড়ুন।
এ বিষয়ে আল্লামা শয়তান-এর সৌজন্যে পাওয়া একটি স্লাইড শোর ভূমিকায় লেখা হয়েছে: "ইরানের নিজস্ব বিবৃতি অনুযায়ী, সেদেশ একটি বানরকে যাত্রী করে মহাশূন্যে রকেট পাঠিয়েছে এবং সেটিকে আবার নিরাপদে পৃথিবীতে ফেরত নিয়ে এসেছে। কিন্তু ব্যাপারটায় একটা গোলমাল আছে।"
কী গোলমাল, দেখে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন