(৫৬ বছর বয়সী অসমসাহসী ও অতুলনীয় মানসিক শক্তির অধিকারী এক ব্যক্তি ফেইসবুকে লেখেন অরিন্দম নামে। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত তেরো বছর যাবৎ। অথচ ভয়াবহ এই রোগের সঙ্গে নিরলস যুদ্ধের পাশাপাশি তিনি চালিয়ে যাচ্ছেন আরেক যুদ্ধ - ধর্মান্ধতার ও কূপমুণ্ডকতার বিরুদ্ধে।
মৃত্যুর মুখে দাঁড়িয়ে মৃত্যু নিয়ে তিনি লেখেন:
মৃত্যু ছুঁয়ে আছিঅথবা
তবে মৃত্যুও চায় যেনো আরো ক’দিন বাঁচি
তাই কি এখনো বেঁচে আছি?
লোভ আর লাভের জন্য নয় বেঁচে থাকবার জন্যে বাঁচতে ইচ্ছে হয়।কিংবা
কেনো জানি টের পাই
প্রাণটা করছে যাই যাই!
এ বেলা যদি যাই----
ভালো থাকবেন সবাই!
গত ১ ফেব্রুয়ারি ছিলো তাঁর জন্মদিন। সেদিন লিখলেন:
প্রায় তেরো বছরের কোলন ক্যান্সার নিয়ে আজ আমার ৫৬ বছর পূর্ণ হলো। বেঁচে থাকতে খুব কষ্ট হয় । তবু যেনো আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে হয়।
কিছুদিন কেন, আরও অনেক-অনেক বছর বেঁচে থাকুন, শ্রদ্ধেয় অরিন্দম। ঘোর দুঃসময়েও আপনার মানসিক দৃঢ়তা, কিছুতেই আদর্শচ্যুত না হবার উদাহরণ আমাদের কাছে অনুকরণযোগ্য হয়ে থাকবে।
এই সিরিজটি তাঁর কিছু রচনার সংকলন।)
এই সিরিজটি তাঁর কিছু রচনার সংকলন।)
------------------
লিখেছেন অরিন্দম
১.
নারী পেটানোর বিধান নির্মূল করতে যতোটা অ-সভ্য হওয়া লাগে পৃথিবী যেনো এখনই ততোটা অ-সভ্য হয়।
২.
শক্তির উৎস হলেও সকল ক্ষেত্রেই সংগঠন বা সংঘবদ্ধতাকে উৎসাহিত করা কি উচিত? কোনো কোনো বিষয়কে ব্যক্তিগত করা উচিত নয় কি? আধুনিক রাষ্ট্র বানাতে চাইলে বিশ্বাসের সংঘবদ্ধতাকে উৎসাহিত করা কতোটা যুক্তিযুক্ত ব’লে মনে করেন আপনি?
৩.
ওই বোরকা আর হিন্দি গান
দু’টো নিয়েই বাঁচতে চান ?----
এ কেমন মডারেশান!?
৪.
হেরা পর্বতের গুহা কিংবা হিমালয়ের কোলে বসে মহাকাশের সহস্য উদ্ঘাটন করার দিন শেষ। এখন যেতে হবে মহাকাশ অভিযানে এ রহস্য উদ্ঘাটনে।
৫.
বিশ্বাস এখন বিজ্ঞানের লেজ ধ’রে বেঁচে থাকবার হাস্যকর চেষ্টা করছে। কিন্তু কতোদিন পারবে, এ বিষয়ে মোটামুটি একটা ক্যালকুলেশন করা যায় কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন