মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান - ০৭

লিখেছেন সাদিয়া সুমি
আল কোরআন ৩৭:৬,৭,৮,১০
নিশ্চয় আমি পৃথিবীর আসমানকে সুসজ্জিত করেছি নক্ষত্রমালার সুষমা দিয়ে, এবং সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ফলে শয়তানের দল উর্ধ্বজগতের কোন কিছু শুনতে পারে না এবং তাদের প্রতি সব দিক থেকে উল্কা নিক্ষেপ করা হয়। কিন্তু কোন শয়তান হঠাত্‍ কিছু শুনে ফেললে, এক জ্বলন্ত উল্কাপিণ্ড তার পদানুসরণ করে ।
তার মানে উল্কা হচ্ছে শয়তান তাড়ানোর হাতিয়ার। আর এটাই হচ্ছে আল্লাহর ভাষায় উল্কার বিজ্ঞান!!
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।

আল কোরআন ১৬:৬৬
নিশ্চয় তোমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় গৃহপালিত চতুষ্পদ পশুর মধ্যে।আমি তোমাদের পান করাই তাদের পেটের গোবর ও রক্তের মধ্যস্থল থেকে খাঁটি দুধ যা পানকারীদের জন্য সুপেয়।
আপনারা নিশ্চয় জানতে পারলেন, কীভাবে দুধ তৈরি হয় গোবর ও রক্তের মাঝ থেকে!! এত্তো বড়ো বৈজ্ঞানিক তথ্যটি দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে!!
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।

আল কোরআন ১৬:১৫
আর তিনি পৃথিবীতে গুরুভার পর্বতমালা স্হাপন করেছেন যাতে তোমাদেরকে নিয়ে তা দুলতে আরম্ভ না করে।
এই হচ্ছে আল্লাহর ভূতাত্ত্বিক ধারণা !!!!
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন