মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

হুদাই হাদিস - ০১

(ধর্মকারীতে হাদিস সংক্রান্ত দুটো সিরিজ ('হা-হা-হাদিস' ও 'হরর হাদিস') ইতোমধ্যেই আছে। প্রথমটি হাস্যকর হাদিস বিষয়ক, আর দ্বিতীয়টি ভীতিজাগানিয়া হাদিস নিয়ে।

এর বাইরেও আরও এক ধরনের হাদিস আছে, যেগুলোর না আছে বিশেষ কোনও অর্থ, না আছে কোনও তাৎপর্য। সেই ধরনের হাদিসগুলো নিয়ে বর্তমান সিরিজ - 'হুদাই হাদিস'। 

সিরিজটির আইডিয়া ও নামকরণ: কবীর উদ্দীন।)

কুতাইবা ইবন সাঈদ (রহঃ) ইবন আববাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা যদি এক চতুর্থাংশে নেমে আসত (তবে ভাল হতো) কেননা, রাসূল (সাঃ) বলেছেন, এক তৃতীয়াংশ এবং তৃতীয় অংশই বিরাট অথবা তিনি বলেছেন বেশ।

আপনারাই কন, এইটা কিছু হইলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন