আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

হা-হা-হাদিস – ৮১

হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
মুছলিমপ্রধান বাংলাদেশে মশা একটি মূর্তিমান সমস্যা। কিন্তু মশা বিষয়ক মুশকিল আছান করতে মুছলমানেরা হাদিসে বর্ণিত মুহম্মদী তরিকা অনুসরণ করে না বলে মশার প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তারা। হাদিসে নবীজি স্পষ্টভাবে এরশাদ করেছে, ঘুমোতে যাবার আগে মশার মুখ বেঁধে রাখা দরকার। 


হাইসেন না! মশার মুখ কীভাবে বাঁধবেন, সেটা নিয়ে ভাবুন বরং! 
হাসসান ইবন আবূ আববাদ (রহঃ) জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ রাতে যখন তোমরা ঘূমাতে যাবে, তখন বাতি নিভিয়ে দেবে, দরজা বন্ধ করবে, খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে এবং মশকের মুখ বেধে বাখবে। হাম্মাম বলেনঃ এক টুকরা কাঠ দিয়ে হলেও।
(ভুল স্বীকার: বাংলায় হাদিস পড়তে গিয়ে বিপত্তি ঘটেছে। ইংরেজি Mashk-কে (http://en.wikipedia.org/wiki/Mashk) মুরাদ টাকলা স্টাইলে 'মশক' লিখে পাঠকের কনফিউশন দূর করতে কোনও পাটকীকা বা বিশ্লেষণ সেখানে না থাকায় আমি এই ভুল ধারণা করেছি। অতএব বর্তমান হাদিসটিকে 'হাস্যকর' বিভাগভুক্ত নয় বলে ঘোষণা করা হলো। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দুঃখিত।

ভুলটি ধরিয়ে দেয়ার জন্য সৈকত চৌধুরীকে ধন্যবাদ।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন