সেই আইনগুলোর এই তালিকা অনুবাদ করে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন।)
আফগান মহিলাদের জন্য তালেবানি নিয়ম
১. মহিলা শিক্ষক, প্রকৌশলী এবং সকল পেশার নারীদের বাড়ির বাইরে কাজ করা সম্পূর্ণ নিষেধ। মহিলা রোগীদের জন্য অল্প কয়েজন মহিলা ডাক্তার এবং নার্সদের কাবুলের কিছু হাসপাতালে কাজ করার অনুমতি দেয়া যেতে পারে।
২. বাড়ির বাইরে বৈধ পুরুষ সঙ্গী (বাবা, ভাই, স্বামী প্রমুখ) ব্যতীত চলাচল সম্পূর্ণ নিষেধ।
৩. পুরুষ দোকানদারদের সঙ্গে মহিলাদের লেনদেন নিষেধ।
৪. পুরুষ ডাক্তার দ্বারা নারীদের চিকিৎসা করা নিষেধ।
৫. মহিলাদের স্কুল, বিশ্ববিদ্যালয় বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন করা নিষেধ। (তালেবানরা বালিকা বিদ্যালয়গুলোকে ধর্মীয় সেমিনারিতে রূপান্তরিত করেছে)
৬. মহিলাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ শরীর লম্বা বোরকা দ্বারা আবৃত থাকতে হবে।
৭. এসব নিয়ম ভঙ্গকারী মহিলার সাথে মৌখিক দুর্ব্যবহার করা হবে এবং প্রয়োজনে নিয়ম ভঙ্গকারী মহিলাকে চাবুকপেটা করা হবে।
৮. পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা না থাকলে চাবুকপেটা করা হবে।
৯. বিবাহ-বহির্ভূত যৌন সম্পর্ক বা ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা। (ইতোমধ্যেই অনেকে যার শিকার হয়েছেন)
১০. প্রসাধনী ব্যবহার নিষেধ। (নেইলপলিশ দেয়া অনেকের আঙ্গুল কেটে নেয়া হয়েছে)
১১. অবৈধ পুরুষ সঙ্গীর সাথে কথা বলা ও হ্যান্ডশেক করা নিষেধ।
১২. জোরে হাসা নিষেধ, যাতে কোনো অপরিচিত লোক তার কন্ঠস্বর শুনতে না পায়।
১৩. শব্দ সৃষ্টি করা হাই হিল পরা নিষেধ, যাতে অপরিচিত লোক তার পায়ের আওয়াজ না পায়।
১৪. বৈধ পুরুষ সঙ্গী ব্যতীত ট্যাক্সিতে আরোহণ নিষেধ।
১৫. রেডিও, টেলিভিশন বা কোন ধরনের প্রচার মাধ্যমে মহিলাদের অংশগ্রহণ এবং পাবলিক প্লেসে আনাগোনা করা মহিলাদের জন্য নিষেধ।
১৬. মহিলাদের খেলাধুলার ক্লাবে প্রবেশ ও খেলাধুলায় অংশগ্রহণ নিষেধ।
১৭. বৈধ পুরুষ সঙ্গী সাথে থাকলেও সাইকেল অথবা মোটর সাইকেল চালানো নিষেধ।.
১৮. নারীদের উজ্জ্বল রঙয়ের কাপড় পরা নিষেধ। তালিবানদের মতে, উজ্জ্বল রঙের কাপড় যৌন উত্তেজনার কারণ।
১৯. ঈদ সহ যে কোনো বিনোদন ও আনন্দানুষ্ঠানে মহিলাদের গণজমায়েত নিষেধ।
২০. নদীর পাশে অথবা পাবলিক প্লেসে মহিলাদের কাপড় ধোয়া নিষেধ।
২১. যেসব জায়গার নামে "নারী" বা "মহিলা" জাতীয় শব্দের উপস্থিতি আছে, সেগুলো পরিবর্তন করা। উদাহরণঃ মহিলা পার্কের নাম হয়েছে বসন্ত পার্ক।
২২. ঘরের ব্যালকনিতে মহিলাদের আগমন নিষেধ।
২৩. মহিলাদের যাতে বাইরে থেকে দেখা না যায়, তাই সমস্ত ঘরের দরজা বাধ্যতামূলকভাবে রঙ করে দেয়া।
২৪. পুরুষ দর্জির নারীর পোশাকের মাপ নেয়া নিষেধ।
২৫. মহিলাদের প্রকাশ্যে গোসল করা নিষেধ।
২৬. পুরুষ ও নারীদের জন্য আলাদা বাস। একই বাসে পুরুষ ও নারী একত্রে চড়া নিষেধ।
২৭. এমনকি বোরকার নিচেও চওড়া পায়ের প্যান্ট পরা নিষেধ।
২৮. নারীদের ছবি তোলা নিষেধ।
২৯. নারীদের ছবি সংবাদপত্র ও বইতে ছাপানো অথবা ঘর, দোকান বা দেয়ালে ঝোলানো নিষেধ।
(চলবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন