শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

কাসুন্দিমন্থন - ০৭

(ধর্মকারীর নতুন পাঠকদের কথা ভেবে নির্বাচিত কিছু পুরনো পোস্ট পুনঃপ্রকাশ করা হবে এই সিরিজে)


১. প্যালেস্টাইনী অ্যালার্ম-ঘড়ি

জনপ্রিয় কার্টুন-সিরিজ 'ফ্যামিলি গাই' থেকে নেয়া চোদ্দ সেকেন্ডের একটি অংশ।

ভিডিও লিংক: http://youtu.be/X7_0NoRHOEM

প্রথম প্রকাশ: ১৯.১১.০৯

২. ধর্মমুক্ত শৈশব চাই

শৈশবেই শিশুদের মনে ধর্ম-বিষয়ক নানান কুসংস্কার ও ভীতি এমনভাবে ঢুকিয়ে দেয়া হয় যে, তাদের অধিকাংশই মৃত্যু অবধি বেরিয়ে আসতে পারে না সেই ঘোর থেকে। বড়ো হয়ে মেধা, পড়াশোনা ও বিবেচনাবোধের ভিত্তিতে নিজের পছন্দের পথ বেছে নেয়ার অধিকার থেকে শিশুকে বঞ্চিত করার এই অনিষ্টকর রীতি পরিহার করা আবশ্যক। শিশুকে ধর্মমুক্ত রাখুন। তার মস্তিষ্ক-প্রক্ষালন প্রক্রিয়া সম্পূণরূপে ত্যাজ্য - হোক তা ধর্মের সপক্ষে কিংবা বিপক্ষে।


প্রথম প্রকাশ: ০৩.১২.০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন