রবিবার, ১৬ মার্চ, ২০১৪

আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান - ১২

লিখেছেন সাদিয়া সুমি
আল কোরান ৬৯:১৬,১৭
কিয়ামতের সময় আসমান টুকরো টুকরো হয়ে ফেটে পড়বে। আল্লার আরশ যা আসমানের উপরে থাকে সেটি যাতে জমিনে না পড়ে যায় সেজন্য ৮ জন ফেরেশতা আরশকে উঁচুতে ধরে রাখবেন।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন? 
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।

আল কোরান ১৯:৮৬
এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।
আল্লা আসলে খুব রসিক লোক। তিনি নিজেই পাপীদের তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন।
বোঝা যায় তার কাজের খুব অভাব।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।

আল কোরান ৩৯:৬
তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন।
পৃথিবীতে চতুষ্পদী জন্তুর সংখ্যা পাঁচ সহস্রাধিক। অথচ আল্লাহ বলেছেন মাত্র আটটি!
এবার বুঝুন, আল্লার জ্ঞানের গভীরতা কতটুকু।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন? 
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।





























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন