১৫.
আচ্ছা, আপনার ইসরাফিলের জন্যে খারাপ লাগে না? বেচারা সেই কোন কাল থেকে এক শিঙা নিয়ে বসে আছে ওতে ফুঁ দিয়ে কেয়ামত আনবে। বাথরুম লাগলে বাথরুমেও যেতে পারে না। ওর জবটা আসলেই একটা ব্লো-জব।
১৬.
ম্যালকম এক্স একবার তার এক লেকচারে হাউজ নিগ্রো বা ঘরে বাস করা দাসের কথা বলেছিলেন। ঘরের দাসের সাথে ফিল্ড নিগ্রো বা মাঠে কাজ করা দাসের পার্থক্য হচ্ছে যে, ঘরের দাস তার মালিককে তার নিজের থেকেও বেশী ভালোবাসে। মালিক যখন অসুস্থ হয়, তখন সে বলে 'আমরা' অসুস্থ, মালিকের ঘরে আগুন লাগলে সে বলে 'আমাদের' ঘরে আগুন লেগেছে এবং সে আগুন নেভানোর চেষ্টা করে মালিকেরও আগে। (ভিডিও লিংক: MALCOLM X: THE HOUSE NEGRO AND THE FIELD NEGRO: http://youtu.be/znQe9nUKzvQ)
এই ঘরের দাসের কথা শুনে আমার কেন জানি আমাদের দেশের বাঙালি মুসলমানদের কথা মনে পড়ে গেল। বাঙালি মুসলমানের অবস্থা হয়েছে এমন যে, তারা নিজেদের সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস ভুলে এখন নিজেদেরকে আরব ভাবতে শুরু করেছে। ইতিহাস ঘাঁটলে জানা যাবে যে, উপমহাদেশের বেশিরভাগ মুসলমান এসেছে যখন আরব ও তুরস্কের মুসলিম দস্যু বাহিনী এসে এখানকার স্থানীয় নারীদেরকে ধর্ষণ করেছে অথবা তলোয়ারের জোর দেখিয়ে মুসলমান বানিয়েছে। অথবা উচ্চবর্ণের হিন্দু-রাজাদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধরা মুসলমান হয়ে গিয়েছে। বর্তমান বাঙালি মুসলমানেরা সেই সব দুর্ভাগাদেরই বংশধর। কিন্তু তাদের মুখে যখন শুনি, "আরে আমরা তো ৭০০ বছর স্পেন শাসন করেছি", তখন মনে হয়, যেন খোদ তাদের দাদারা তারিক বিন জিয়াদের সেনাবাহিনীতে ছিল!
১৭.
"আলিফ লাম মীম" [সুরাহ বাকারাহ, আয়াত ১]
আমি বলি "বা তা ছা"
নাও, কোরআনের একটা আয়াতের মত একটা আয়াত বানিয়ে দিলাম। চ্যালেঞ্জ শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন