৪.
হুমায়ুন আজাদের নাজিলকৃত একটা আয়াত: "কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার বছর ধ'রে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না।"
শানে নুজুল: কোন কালে কিছু কদর্য হিন্দু ভেঙেছিল এক বাবরি মসজিদ, সে-গল্পে কয়েক হাজার দিন ধ'রে মানুষ মুখর। তারপর মুসলমানরা কতো সহস্রবার ভেঙেছে মন্দির, সে-কথা কেউ বলে না।
৫.
- ইসলামে হস্তমৈথুন জায়েজ?
- চারটা কইরা বউ থাকার পরও আবার হাত মারার মত সময়, শক্তি কই পাইবেন? সো, নাজায়েজ!
- যাদের বউ নাই, তাদের কী হবে?
- এই জন্যই তো কই - ধর্ম বাচ্চাদের জন্য নয়!
৬.
ধর্মের সবচেয়ে অন্ধকার দিক আর বীভৎস রূপ হলো সাম্প্রদায়িকতা। আর সেটা আমাদের দেশে আছে... প্রচুর পরিমাণেই আছে। তারপরও কেউ যখন জিজ্ঞেস করে কেন ধর্মের সমালোচনা করি, কেন ইসলামের সমালোচনা করি, কেন মুসলমানদের সমালোচনা করি, তখন অবাক হয়ে ভাবি - আল্যায় এমন মাল কেমনে সৃষ্টি করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন