সোমবার, ৩ মার্চ, ২০১৪

মানুষের ধর্ম?

লিখেছেন ব্ল্যাক হোল

আচ্ছা, একটা প্রশ্ন:

লোহার ধর্ম কী??

- লোহা নমনীয়
- লোহা চকচক করে
- লোহা তড়িৎ পরিবহন করে
- লোহায় জং ধরে

ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেক বস্তু ও প্রাণীর নিজস্ব ধর্ম আছে।

আচ্ছা, আরেকটা প্রশ্ন:

মানুষের ধর্ম কী?

- মানুষ কথা বলতে পারে
- মানুষ অত্যন্ত বুদ্ধিমান
- মানুষ জ্ঞানার্জন করতে পারে
- মানুষ অর্জিত জ্ঞানকে সংরক্ষণ করতে পারে
- মানুষ মানবিক গুণাবলী দেখাতে পারে
- মানুষ বিচার-বিবেচনা করতে পারে...

এগুলিই তো মানুষের ধর্ম।

যদি তা-ই হয়, তাইলে কেন কিছু মানুষ মানুষের ধর্মকে ইসলাম, হিন্দু, খ্রিষ্টান বানাইলো, আমি বুঝি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন