মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

ধর্মপচানি পংক্তিমালা - ০৪

লিখেছেন জুপিটার জয়প্রকাশ 

১০. 
যে কেতাব পড়িয়া মানুষ পরমাণু বোমাকে পেনিসিলিন বলিয়া বিশ্বাস করে, প্রচার করে এবং প্রমাণ চাহিলে নিজে খাইয়া প্রমাণ দেখায় না, বরং খাইয়া দেখিতে বলে, সেই কেতাবকে ধর্মগ্রন্থ বলা হয়।

১১.
ধর্ম এমনই একখানা সংস্থা, যেখানে নিজের ডিউটি ১১০% সঠিক করার পরেও 'মালিক' এর চরণে তৈল দেওয়া লাগে। এছাড়া বেতনও বাড়ে না, পদোন্নতিও হয় না। স্বর্গে পোস্টিংও পাওয়া যায় না।

অন্যদিকে ডিউটি না করলেও কেবলমাত্র 'মালিক' এর চরণে তৈল দিলেও পদোন্নতি এবং স্বর্গে পোস্টিং পাওয়া যায়।

অতএব হে মুমিন বান্দা! তোমরা কেনই বা সঠিকভাবে নিজের ডিউটি পালন করবে?

১২.
'কেহ যদি তোমার চোগা কাড়িয়া লইতে চায়, তবে তোমার চাপকানও তাহাকে দাও।'

'যে বস্তু দেখিয়া মনে লোভের উদয় হইবে, তাহার দিকে দ্বিতীয়বার ফিরিয়া চাহিবে না। যদি আপন দৃষ্টিকে নিয়ন্ত্রণ করিতে না পারো তবে চক্ষু উৎপাটিত করিয়া ফেলিও।'

যীশুর এইসব উপদেশ মেনে চলার মত খ্রিষ্টান কেউ থাকলে/দেখলে/শুনলে আওয়াজ দিয়েন একটুক। সহি ধর্ম কী জিনিস, একবার দেখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন