আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৫ মার্চ, ২০১৪

হা-হা-হাদিস – ৮৪

হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
যেহেতু ইছলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, তাই হাগা-মুতার ছহীহ তরিকাও এতে বর্ণিত আছে। নবীজি বলেছে, "তোমাদের কেউ" প্রস্রাবকালে ডান হাতে পুরুষাঙ্গ ধরতে পারবে না। "তোমাদের কেউ" - এই শব্দবন্ধের মাধ্যমে বোঝা গেল, নারীর ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। অর্থাৎ ধরে নেয়া যেতে পারে, তাদেরকেও কোনও পুরুষের পুরুষাঙ্গ বাম হাতে ধরে প্রস্রাব ত্যাগ করতে হবে  

না, অতিরঞ্জন করলাম। তবে এই হাদিসের সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে, ছহীহ ইসতিনজাকরণ প্রক্রিয়ার বর্ণনা শেষে একই বাক্যে পানি পান করার প্রসঙ্গ উত্থাপন। এ যেন মলত্যাগ বিষয়ক আলোচনার সময় সুস্বাদু খাদ্যাবলীর কথা উপস্থাপন করা।

সহীহ বুখারি, অধ্যায়: উযূ, হাদিস নাম্বার: ১৫৬
মুহাম্মদ ইবন ইউসুফ (রহঃ) আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তোমাদের কেউ যখন পেসাব করে তখন সে যেন কখনো ডান হাত তার পুরূষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইসতিনজা না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন