৪.
পড়ো সেই মহান মালিকের নামে যিনি সৃষ্টি করেন। সৃষ্টি করেন কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গু, এইডস, ফ্লু বা পোলিওর মত জীবাণুদের।
তোমরা অনুসরণ কোরো না সেইসব পথভ্রষ্টদের, যারা মালিকের এইসব মহান সৃষ্টিকে বিনাশ করার ঔষধের জন্য গবেষণারত। নিশ্চয় ঔষধ সৃষ্টিকারী অপেক্ষা রোগ সৃষ্টিকারী উত্তম।
৫.
গত এক বছরে কত জন মুহম্মদী বান্দা আরবের নাগরিকত্ব পেয়েছেন?
৬.
চারখানা হাতওয়ালা কোনো দেবী কিম্বা ছয়শোখানা ডানাওয়ালা কোনো ফেরেস্তা এসে আমাকে এক কলসী জ্ঞান খাইয়ে দেবে, এই কথা ভাবতেও হাসি পায়। বিদ্যার দেবী-দেবতা-দেবদূত যদি কোথাও থাকে তো বইয়ের মধ্যেই আছে। পড়াশুনা করুন, কাজে দেবে। আল্লাবিল্লা কাঁচকল্লা অং বং ঘন্টা টংটং করে কোনোদিন জ্ঞানবুদ্ধি বাড়ে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন