৭.
নাস্তিকেরা নাকি মৌলবাদীদের হাতে অস্ত্র তুলে দেয়। মৌলবাদীরা যেন স্পন্ডিলাইটিসের পেশেন্ট, নিজেরা তুলতে পারে না।
মুহম্মদের হাতে অস্ত্র কোন নাস্তিক তুলে দিয়েছিল, তা জানার খুব ইচ্ছা আছে।
৮.
যে শহর উৎকৃষ্ট, তার ফসল তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়।
কথাটি কুরানে আছে। অতএব আল্লায় কইছে। অতএব মক্কা, মদীনা ইত্যাদিসহ আরব দেশ অবশ্যই বাংলাদেশের তুলনায় নিকৃষ্ট। এমন কি কাফেরে ভরা ভিয়েতনাম বা ভারতের চেয়েও নিকৃষ্ট। মগের মুল্লুকের চেয়েও নিকৃষ্ট।
৯.
আলোর অভাবের নাম অন্ধকার। তাপের অভাবের নাম শীতলতা। আর সমস্ত কিছুর অভাবের নাম ঈশ্বর।
শ্রেষ্ঠ অভাবের নাম ঈশ্বর। তিনি আছেন বলতে বোঝায় আসলে কিচ্ছুই নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন