বুধবার, ২৬ মার্চ, ২০১৪

চুরি-করা চটিকাব্য

পাঠিয়েছেন এম এস নিলয়

বেবি;

কাছে আসো

তোমায় আদর করি

আমার ঠোঁটে তোমার ঠোঁট চেপে ধরি

তোমার ঠোঁট,

যেখান থেকে ফোঁটায় ফোঁটায় মধু গলানো দুধ ঝরে

কাছে আসো

তোমায় আদর করি

তোমার বুকে আমার বুক চেপে ধরি

তোমার বুক,

যেখান থেকে কস্তুরির মিষ্টি গন্ধ বহে

কাছে আসো

তোমায় আদর করি

তোমার নরম শরীরে হাত বুলাই

তোমার শরীর,

যে শরীর হরিণছানার মতন মোলায়েম

তুমি কাছে এসো

তোমায় সারা রাত ধরে আদর করি।

ডিসক্লেইমার:

কবিতাটি আমার লেখা নয়, তবে আমার সঙ্কলিত

কবিতাটি নবী সলোমনের (কোরআনে যাকে সোলায়মান উল্লেখ করা হয়েছে) লেখা

কবিতাটি ঈশ্বরের লেখা বাইবেল নামক গ্রন্থের পরমগীত নামক অধ্যায় হইতে সঙ্কলিত হইয়াছে

তবে এলোমেলো ভাবে লেখা আকর্ষণীয় লাইনগুলা সুবিন্যস্ত ভাবে আমার সাজানো

আশা করি, নবী সোলায়মান বা ঈশ্বর তার কপিরাইট করা কবিতার উপরে কি-বোর্ড চালানোর অপরাধে আমারে নরকের আগুনে পুড়াবেন না  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন