১.
আবু লাহাবকে হত্যা করতে না পেরে আল্লাহ তাকে অভিশাপ দিলেন সে যেন অতি সত্বর আগুনে পুড়ে মরে। মজার ব্যাপার হচ্ছে, এর পরেও আবু লাহাব দশ বছর বেঁচে ছিলেন এবং মারা গিয়েছিলেন এক দুর্ঘটনায়।
হায় অথর্ব আল্লাহ!
২.
কুরানে [৪:৮০] বলা হয়েছে, যে রসুলের হুকুম মানবে সে যেন আল্লাহর হুকুম মানল।
বোঝা গেল, রসুলের হুকুম = আল্লাহর হুকুম
তার মানে, রসুল + হুকুম = আল্লাহ + হুকুম
অতএব, রসুল = আল্লাহ
গাণিতিকভাবে প্রমাণিত হলো যে, রসুলই প্রকৃতপক্ষে আল্লাহ।
৩.
নাস্তিকেরা গড়ে আর আস্তিকেরা বলে, তা ঈশ্বরের কেরামতি।
৪.
মানুষের দেহকে সারাক্ষণ ব্যাকটেরিয়া ভাইরাস ও প্যারাসাইটের বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মানুষের রক্তকনিকা ও বিভিন্ন আমিষ কনা হচ্ছে এই প্রতিরোধ যুদ্ধের যোদ্ধা। মানুষের অসুস্থতা ও মৃত্যুর অর্ধেক কারণ হচ্ছে এই পরজীবীরা। এসবের মধ্যে অতিপ্রাকৃতিক কোনো শক্তির কোনো করণীয় নেই।
৫.
ভৌগলিক আগ্রাসনের চেয়ে সাংস্কৃতিক আগ্রাসন আরও বেশী মারাত্মক। মধ্যযুগে আরবীয়রা ইসলামের নামে ভারতবর্ষে যে সংস্কৃতিক আগ্রাসন চালিয়েছিল, তার কুপ্রভাব থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি। ইসলামের অন্ধত্ব ও মিথ্যাচার আমাদের মগজের মধ্যে প্রোথিত হয়ে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন