বুধবার, ১৯ মার্চ, ২০১৪

কাসুন্দিমন্থন - ০৫

(ধর্মকারীর নতুন পাঠকদের কথা ভেবে নির্বাচিত কিছু পুরনো পোস্ট পুনঃপ্রকাশ করা হবে এই সিরিজে)

১. বাজারে এসেছে নতুন ওষুধ Religiousil. 

ভিডিও লিংক: http://youtu.be/8fox4KabGGE

প্রথম প্রকাশ: ০৭.১১.০৯

২. নুহ-এর নৌবহর

বিজ্ঞানের দৌলতে কতো দুর্জ্ঞেয় রহস্য ভেদ করা সম্ভব হবে, তা যদি ধর্মীয় কিতাবগুলির অদূরদর্শী নির্বোধ রচয়িতারা অনুমান করতে পারতেন, তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের বয়স মাত্র কয়েক হাজার বছর বলে ঘোষণা দিয়ে স্কুলের গবেট ছাত্রের মতো হাস্যস্পদ হতে তাঁরা চাইতেন না নিশ্চয়ই! ডাইনোসর-যুগের প্রাণীগুলোর কথা বা সেই সময়ের বর্ণণা কেন নেই সেই স্বঘোষিত "শ্রেষ্ঠতম" ও "বিজ্ঞানসম্মত" গ্রন্থগুলোয়, তার উত্তর দিতে হিমশিম খেয়ে যান ধর্মপণ্ডিতেরা (এক্ষেত্রে "পণ্ডিত" শব্দটি "পণ্ড" থেকে এসেছে বলে ধরে নিতে হবে)। 

তাঁদের কাজ সহজ করে দিতে পারে এক কার্টুনিস্টের দেয়া এই সমাধানটি।



প্রথম প্রকাশ: ০১.১২.০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন