রবিবার, ২৩ মার্চ, ২০১৪

লুক্স লিখিত সুসমাচার - ৩৬

লিখেছেন লুক্স

৩৩১.
বিশ্বের অনুন্নত আর দূর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় প্রথম দিকের সবকটিই মুসলিম রাষ্ট্র। বর্তমান বিশ্বের অশান্ত আর যুদ্ধবিদ্ধস্ত রাষ্ট্রগুলোরও প্রায় সবকটি মুসলিম রাষ্ট্র। আর এসব রাষ্ট্রে ইসলামী সন্ত্রাস, মৌলবাদী হামলা আর আন্তর্জাতিক ক্ষেত্রে নাশকতার পরিকল্পনার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে মসজিদকেই। এটা জানার পরও আমাদের সরকার সারা দেশে প্রতিটি উপজেলায় নতুন করে মসজিদ নির্মানের ঘোষণা দিয়েছে। বিপুল পরিমাণ মসজিদ বানিয়ে যদি দেশকে শিক্ষিত আর উন্নত করা যেত, তাহলে দেশে বর্তমানে যে পরিমাণ মসজিদ আছে, তাতেই বাংলাদেশের নাম বিশ্বের শিক্ষিত আর উন্নত রাষ্ট্রের তালিকার প্রথম দিকে থাকার কথা। অশিক্ষিত মুসলিম জাতির জন্য মসজিদের চেয়ে বিপদজনক আর কিছু আছে কি?

৩৩২.
সাম্প্রদায়িকতা, ধর্মের নামে মানুষকে বিভাজন, ধর্মনিরপেক্ষতাহীনতা - এসবের জন্মই হয়েছে ধর্ম থেকে। পৃথিবীতে যতোদিন ধর্ম থাকবে, ততোদিন এই সমস্যাগুলোও থাকবে। ধর্মকে নির্মূল না করে এ সমস্যাগুলোর সমাধান খোঁজা হাস্যকর।

৩৩৩.
আমি স্বর্গের আশা ত্যাগ করেছি, কিন্তু পেয়েছি এমন এক জীবন, যেখান থেকে আমি প্রশ্ন করতে পারি।

৩৩৪.
"আমরা নাস্তিকরা কোরানের আয়াতের মর্ম বুঝি না।"
- কোরানের আয়াতের মর্ম বুঝতে হইলে আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদের মতো অশিক্ষিত হতে হয়, যারা জন্মের পর পরই লিখতে পড়তে শিখার আগেই কোরানের আয়াতের মর্ম বুইঝা ফালায়। 
"কোরানের আয়াত এমনি এমনি বুঝা যাবে না, শানে নজুল পড়তে হবে।"
- তার মানে আল্লাহ মিছা কথা কইছে। আল্লাহ কইছে, ''আমি কোরান তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি যেন তোমরা তা বুঝতে পারো।'' 

"আলাদা আলাদা আয়াত দিলে হবে না, আগের আয়াত পরের আয়াত দিতে হবে।"
- আরে ব্যাটা পুরা কোরান কি একসাথে নাজিল হইছিল? এইটুকু একখান বই নাজিল হইতে ২৩ বছর সময় লাগলে আমারে একদিনে পুরাটা কপি পেস্ট করতে হবে ক্যান? 

"দেশে মুসলমানরা যখন হিন্দুদের ঘরবাড়ি পোড়ায়, তখন মন্তব্যহীন কোরানের আয়াতও কপি-পেষ্ট করা যাবে না। এতে সাম্প্রদায়িক দাঙ্গা আরো বেড়ে যেতে পারে।"
- কোরান কি লুকাইয়া রাখার জিনিস? নাকি মূর্খ মানুষগুলারে লুকাইয়া আফিম খাওয়াইলেই আপনেগো ব্যবসা চলে ভালো? সরকার বাংলা কোরানের ওয়েব সাইট খুলছে, আগে হেইডা বন্ধ কর।

৩৩৫.
শোনো হে মানুষ ভাই, সবার উপরে জামাত শত্রু তাহার উপরে নাই।

৩৩৬.
ইসলামকে সংশোধন না করে শফিকে সংশোধন করা যাবে না। জামাত আর হেফাজতকেও নিশ্চিহ্ন করা যাবে না। ইসলাম যতদিন এভাবে বেঁচে থাকবে, শফিরা আর হেফাজতীরা বার বার জন্ম নেবে। সারা বিশ্বের দিকে দেখুন, আসল সমস্যায় হাত দিন। ধর্মকে উপেক্ষা না করে কোনো দেশই উন্নতি করতে পারেনি।

৩৩৭.
মুমিনদের জন্য পৃথিবীতে সমকামিতা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তবে পরকালে বেহেস্তে সমকামী হওয়া যাবে।

৩৩৮.
ইসলামে ঈমানেরমূল ভিত্তিসমূহ ছয়টি। যথা: 
(১) আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 
(২) ফিরিশতাগণের প্রতি বিশ্বাস 
(৩) কিতাব সমূহের প্রতি বিশ্বাস 
(৪) রাসুলগণের প্রতি বিশ্বাস 
(৫) শেষ দিনের প্রতি বিশ্বাস 
(৬) তাক্বদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস।

আজ ২০১৪ সালে ইসলামের আবির্ভাবের দেড় হাজার বছর পরেও ঈমানের ল ভিত্তিসমূহ একই। ঈমানের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, মানবতা কিংবা সততার কোনো স্থান নেই। ভেবে দেখুন, কী ভয়াবহ, অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিষয় হচ্ছে এই ঈমান। আর যে ব্যক্তি এই মধ্যযুগীয় আর হাস্যকর বিষয়গুলোর প্রতি বিশ্বাসী, তাকে বলা হয় ঈমানদার। একজন শিক্ষিত, আধুনিক এবং সৎ মানুষ মাত্রই ঈমানদার ব্যক্তি থেকে দূরে থাকা উচিত।

৩৩৯.
ঈশ্বরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, তার নামেই সবচেয়ে বেশি অধর্ম হয়েছে। এতোটাই দায়িত্বহীন কেন মহান ঈশ্বর?

৩৪০.
ধর্ম নিয়ে ব্যবসা বিশ্বের সব দেশেই কম-বেশী হয়। আমি সবচেয়ে বেশী অবিশ্বাস করি এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত মানুষকে। সৌদি আরবে চাকুরীর লোভে বা পিঠ বাঁচাতে অনেক দরিদ্র দেশের অমুসলিমকেই দল বেঁধে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেখা যায়। আর মুসলমান ধর্মব্যবসায়ীরা তা ফলাও করে প্রচারও করে। ইরান, আফগানিস্তান, সিরিয়া, নাইজেরিয়া সহ দরিদ্র ইসলামী রাষ্ট্রের মুসলমানরা ইউরোপে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পাবার জন্য প্রতিদিনই খ্রিষ্টান ধর্ম গ্রহন করছে। ইসলামী শরিয়া রাষ্ট্রগুলোতে মুসমানদের ধর্মান্তরিত হবার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কারনে ইউরোপের রাষ্ট্রগুলো এই সকল ধর্মান্তরিত রাজনৈতিক আশ্রয়প্রার্থী যারা আগে মুসলমান ছিল তাদেরকে আর নিজেদের দেশে ফেরত পাঠায় না। আর শরিয়া রাষ্ট্রের অনেক ধূর্ত মুসলমান ধর্মব্যবসায়ী ইউরোপের এই মানবাধিকার আইনের সুবিধা নেয়। এই ধরনের খবর মুসলিম রাষ্ট্রগুলোর খবরে খুব একটা আসে না বা কাঠমোল্লারা তা প্রচারও করে না। আমি বার্লিনে তিন শত ধর্মান্তরিত ইরানী তরুণের একটি দলকে দেখেছি যারা খ্রিষ্টান ধর্মই একমাত্র সত্য আর সেরা ধর্ম বলে প্রচার করছে, যারা তাদের নিজের দেশে কয়েকদিন আগেও মুসলমান ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন