রবিবার, ১৬ মার্চ, ২০১৪

পিতৃরোষ

ধর্মানুসারীদের ধারণা, বজ্রপাত - ঈশ্বরের ক্রোধের প্রকাশ। তা-ই যদি হবে, তাহলে সে তার নিজের পুত্রের উপ্রে এতো রাগ ঝাড়ে ক্যান? এই যেমন, গত জানুয়ারি মাসে সে বাজ মারসে পোলার মূর্তির উপ্রে


ব্রাজিলে একখান অতিকায় যিশুমূর্তি আছে। ৩৮ মিটার লম্বা এই মূর্তিটা ১৯৩১ সালে স্থাপন করা হইসিল ৭০৯ মিটার উঁচু স্থানে। তো ঈশ্বর-পিতার রাগের মাত্রা এইবার, মনে হয়, বেশি আছিল না, তাই মূর্তির বিশেষ ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট ডানহাতের আঙ্গুলের উপর দিয়া গেসে। 


বাপের বাজ মারার দৃশ্য সাতচল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখতে চাইলে: http://youtu.be/_cghxhGuahw

তবে ২০১০ সালে আম্রিকায় ৬৩ ফুট উঁচু যিশুর মূর্তি তার বাপে বাজ মাইরা এক্কেরে ধ্বংস (সচিত্র ও স-ভিডিও রিপোর্ট) কইরালাইসিল। এর চাইতেও বেশি মজার ব্যাপার হইলো, যিশু পুইড়া ছাই, কিন্তু রাস্তার ওপারে একখান অ্যাডাল্ট স্টোর আছিলো, সেইটার কুনো ক্ষতি হয় নাই। ইহা হইতে প্রমাণিত হয় যে, ঈশ্বর পর্নোভক্ত।

এছাড়া চার্চেই বা বাজ পড়ে ক্যান, সে বিষয়ে একখান সচিত্র পোস্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন