[ধর্মকারীতে হাদিস সংক্রান্ত দুটো সিরিজ ('হা-হা-হাদিস' ও 'হরর হাদিস') ইতোমধ্যেই আছে। প্রথমটি হাস্যকর হাদিস বিষয়ক, আর দ্বিতীয়টি ভীতিজাগানিয়া হাদিস নিয়ে।
এর বাইরেও আরও এক ধরনের হাদিস আছে, যেগুলোর না আছে বিশেষ কোনও অর্থ, না আছে কোনও তাৎপর্য। সেই ধরনের হাদিসগুলো নিয়ে বর্তমান সিরিজ - 'হুদাই হাদিস'। ]
সহীহ বুখারি, অধ্যায়: জিহাদ, হাদিস নাম্বার: ২৮৫৫
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, হাসান ইবনু আলী (রাঃ) সা’দকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে তা তাঁর মুখে রাখেন। তখন নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাখ্-কাখ্ (ফেলে দাও, ফেলে দাও) বললেন, তুমি কি জানো না যে, (বানূ হাশিম) (রহঃ) বলেন, উম্মে খালিদের মত কোন মহিলা এত দীর্ঘজীবী হয়নি।
বেশ কয়েকবার খুব মনোেযাগের সঙ্গে পড়েও ওপরের হাদিসটি একেবারেই হৃদয়ঙ্গম করতে পারলাম না। এখানে কবি নবী কী বলতে চেয়েছেন, কেউ যদি বুঝিয়ে দিতেন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন