আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

লিংকিন পার্ক - ৭০

১.
এক যাজিকা (nun), যৌনসংযম যার জন্য নিষিদ্ধ, সন্তান প্রসব করে পত্রিকার শিরোনামে এসেছে। সন্তানজন্মদানের পর সে বলেছে, সে যে অন্তঃসত্ত্বা ছিলো, সেটা সে জানতো না। খবরটা পড়ে একটা কৌতুকের কথা স্মরণে এলো: এক যাজিকা মোমবাতিতে কনডম পরাতে পরাতে বলছিল, 'আজকাল মোমবাতিকেও বিশ্বাস নেই।'

২.
যার মনে যা, ফাল দিয়া ওঠে তা। বিশ্বে শিশুকামীদের বৃহত্তম সংগঠন ক্যাথলিক চার্চের বর্তমান প্রধান জনসমক্ষে বক্তৃতার সময় 'ফাক' কইয়া ফালাইসে। ধারণা করা যায়, সে কইতে চাইসিল 'ফাক চিলড্রেন'। 
(লিংক: কৌস্তুভ)

৩.
গত এক দশকে আম্রিকার একখান চার্চ তার যাজকগো অসদাচরণ ধামাচাপা দিতে বা অপরাধের ক্ষতিপূরণ দিতে ব্যয় করসে মাত্র ৮.৮ মিলিয়ন ডলার। এর মধ্যে ১.৫ মিলিয়ন ডলার দিতে হইসে শিশুধর্ষণের ক্ষতিপূরণ হিসাবে। 

৪.
এদিকে শিশুধর্ষণ অভিযোগের মামলাগুলা সামলাইতে গিয়া হিমশিম খাইতেসে আরেক চার্চ। উপায়ান্তর না দেইখা নিজেদেরকে দেউলিয়া ঘোষণার জন্যে অ্যাপ্লাই করসে। করারই কথা। ১৫ মিলিয়ন ডলারের ধাক্কা।

৫.
ভুয়া কু-রূপকথা নুহ নবীর মহাপ্লাবনের নৌকার (অনুরূপ কপি) রেপ্লিকা বানাইতে ধর্মগাধারা ব্যয় করতেসে ৭৫ মিলিয়ন ডলার! অথচ এই টাকাগুলান কতো প্রয়োজনীয় খাতে ব্যয় করা যাইতো!

৬.
ঈশ্বরের বেশি কাছে পৌঁছাইতে চাইলে মাইয়াগো উচিত ব্রা-প্যান্টি না পরা - ঘোষণা দিসে এক ধর্মযাজক। নিশ্চয়ই ঈশ্বর অন্তর্বাসহীন নারী পছন্দ করে।

৭. 
শতকরা ৬০ ভাগ মুসলিমদের দেশ লেবাননের আদালত ঘোষণা দিয়েছে: সমকামিতা কোনও অপরাধ তো নয়ই, এমনকি প্রকৃতিবিরুদ্ধও নয়। 

৮.
চৌদি আজবে বার্ষিক ফ্যাশন সপ্তাহ সফলভাবে শেষ হয়েছে। অনুষ্ঠান চলাকালে নারী-মডেল, তাদের সহকারিণী, নারী-ডিজাইনার ও ১৯ জন নারী-দর্শকসহ (যাদের পোশাক তাদের হাত ও চোখ ছাড়াও অন্য কোনও অঙ্গ প্রদর্শন করছিল) সর্বমোট ৫৭ জনকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। আমেরিকার মতিকণ্ঠ 'দ্য অনিয়ন'-এর খবর

৯.
ভ্যাটিকানের বর্তমান পোপ আগেরগুলার মতোনই আস্ত একটা চুদির্ভাই। তফাত খালি একটাই: তার মুখখান হাসিহাসি। তার সাম্প্রতিক ক্ষুব্ধ বাণী: পরিবার ও সমাজে শিশুদের নিপীড়িত হওযার ঘটনা চার্চের চাইতে বেশি হইলেও বেবাকেই খালি চার্চের পিছে লাগে! আরে হালা, চার্চের তোরা নাকি নৈতিকতার ধ্বজাধারী (বাস্তবে ধ্বজভঙ্গ-নৈতিকতার ব্যাপারী), তোরাই নাকি সদাচরণের পরাকাষ্ঠা, তাইলে তোগো ভিত্রে এতো শিশুধর্ষক আসে কইত্তে?

১০.
পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি আর কোনও সমস্যা নয়! জিম্বাবুয়ের ধর্মযাজক ঐশী তরিকায় এই কাজ করতে সক্ষম হয়েছে।

১১.
বাইবেলের 'মার্ক লিখিত সুসমাচার'-এ (১৬:১৮) বিশ্বাসীদের সম্পর্কে বলা আছে, "হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোন ক্ষতি হবে না; আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে।" তো একদল বোকচোদ খ্রিষ্টান হাতে বিষাক্ত সাপ নিয়া প্রার্থনা করে। তাগো বিশ্বাস, এই সাপে কামড় দিলেও কিছু হবে না। ঈশ্বর তাদের রক্ষাকর্তা। এই টাইপ সাপুড়েগো চার্চ আম্রিকায় আছে অনেকগুলান। সাপের কামড়ে ইতোমধ্যে মরসে অনেকেই। কয়দিন আগেও তারকা-খ্যাতির এক সাপুড়ে-ধর্মযাজক ঈশ্বরের কাছে পৌঁছাইসে সাপের কামড় খাইয়া। কামড় খাওয়ার পরেও সে ঈশ্বরের উপ্রে আস্থা রাখসে এবং ডাক্তারের চিকিৎসা নিতে অস্বীকৃতি হানাইসে। অদৃশ্য অক্ষম ঈশ্বর সঙ্গত কারণেই তারে বাঁচাইতে পারে নাই। নীতিকথা: ধর্মবিশ্বাস পাবলিকরে আসলেই ছাগল বানায়।

১২.
বুলগেরিয়ার বিশপ এক সাথে চারজন মেয়ের সাথে সেক্স করসে এবং সেইটার ভিডিও ফাঁস হইয়া গেলে তার বিশপত্ব খারিজ কইরা দেওয়া হইসে।

১৩.
ইহুদি মোল্লা ফতোয়া দিসে: মেয়েদের মাথায় চুল থাকা চলবে না। পুরা কামায়া ফেলতে হবে। 

১৪.
৬০ বছর বয়সী খ্রিষ্টান ধর্মযাজক ধর্ষণ করেছে ১৩ থেকে ১৬ বছর বয়সী পাঁচ মেয়েকে। এদের মধ্যে দু'জন অন্তঃসত্ত্বা। ধর্মযাজককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই প্রেপ্তারের বিরোধিতা করছে... কারা, বলুন দেখি? অনুমানও করতে পারবে না। এই পাঁচ মেয়ে এবং তাদের পিতামাতা। অন্তঃসত্ত্বা দু'জন তো বটেই এবং প্রতিবাদকারী বাকি সকলেরই বিশ্বাস, মেয়েগুলো সঙ্গম করেছে যিশুর সঙ্গে, ফলে অনাগত সন্তানদের পিতাও যিশু। খবরের গুগল অনুবাদ

১৫.
ভ্যাটিকানে সমকামীদের একটি নেটওয়ার্ক আছে বলে দাবি করেছে সেখানকার প্রাক্তন রক্ষী। 

১৬.
এক ধর্মযাজক তার প্রেমিকের (ভুল পড়েননি, প্রেমিকই) সঙ্গে নতুন জীবন শুরু করার অন্তরায় দূর করেছে স্ত্রীকে হত্যা করে।

১৭.
নিজের ১ ও ২ বছর বয়সী দুই সন্তানকে শয়তানের আছরমুক্ত করার প্রক্রিয়াকালে হত্যা করেছে তাদের মা। এমন ঘটনার জন্ম দেয়া সম্ভব কেবল ধর্মাক্রান্ত মগজের অধিকারীদের পক্ষেই।


১৯.
বিলাসবহুল অতিকায় অট্টালিকা - ঈশ্বরের উপহার, বলেছে এক ধর্মযাজক। আসলে প্রকৃত সত্যটি অকপটে সে বলতে পারেনি। চার্চগামীদের উদ্দেশে সে বরং গাইতে পারতো: 
I've got all of heavens riches 
Thanks to all you stupid bitches

২০.
শিশুদের অপরিণত মস্তিষ্কে ধর্ম ও ঈশ্বর নামের গাঁজাখুরি গল্প, প্রলোভন ও ভীতি সেঁধিয়ে দেয়াটা নিশ্চিতভাবেই অপরাধতূল্য। কেন? একটি উদাহরণ: মৃত বাবাকে খুব মিস করছিল ১২ বছর বয়সী এক মেয়ে। তার ভারি ইচ্ছে করছিল বাবার সঙ্গে স্বর্গে বাস করতে। সে জানতো, তার ইচ্ছে পূরণের জন্য তাকে মরতে হবে। আর তাই সে গলায় দড়ি দেয় বাবার সঙ্গে দেখা করতে, বাবার সঙ্গে স্বর্গে থাকতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন