শনিবার, ২২ মার্চ, ২০১৪

হা-হা-হাদিস – ৮৬

হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
মমিন মুছলিম ভাইয়েরা, আপনেরা জানেন, ঐশী কিতাব মেনে চললে মমিন খিতাব লাভ করা যায়। এই পথে নামাজ-রোজা-যাকাত-হজ্ব জাতীয় গুচ্ছের ফ্যাকড়া আপনাদের সঙ্গী। পুরাই দুর্গম-গিরি-কান্তার-মরু টাইপ অবস্থা। তাই কামডা খুব সহজ না, তাই না? অথচ দ্যাখেন, এইসব কিছু না কইরাও আপনাদের - অর্থাৎ মমিনদের - সমকক্ষ হওয়া সম্ভব। এমনকি এর জন্যে মুছলিম হওয়ারও দরকার নাই। তব্দা খাইলেন? তাইলে আরও শুনেন, নবীজি বলসে, খেজুর গাছ হইলো গিয়া মমিন ব্যক্তি সদৃশ।

হযরত আবূল ওয়ালীদ হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) হযরত ইবনু উমর (রাঃ) সূত্রে বর্নিত, 
আমি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে ছিলাম, তিনি সে সময়ে খেজুরের মাথি খাচ্ছিলেন। তখন তিনি বললেন, গাছের মধ্যে এমনও গাছ আছে, যা মু’মিন ব্যাক্তির সদৃশ। আমি বলতে ইচ্ছা করলাম যে, তা হল খেজুর গাছ। কিন্তু আমি লক্ষ্য করলাম যে, আমি সকলের মাঝে বয়:কনিষ্ঠ (তাই লজ্জায় বলি নাই)। কেউ উত্তর না দেওয়ায়, তিনি বললেন, তা খেজুর গাছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন