৩৫১.
নবীজির পালিতপুত্র কাম ভগ্নীপতি কাম পুং-সতীন যায়েদ একদা নবীর বাড়ি এলো। তাকে দেখে নবীজির ফুফাত বোন কাম পুত্রবধূ, কাম স্ত্রী, যয়নাব নবীজিকে ডেকে বললো; "ওগো, প্রাক্তন মামাত ভাই কাম প্রাক্তন শ্বশুর কাম বর্তমান স্বামী, আমার প্রাক্তন ভাতিজা কাম প্রাক্তন স্বামী কাম বর্তমান পুত্র এসেছে।" নবীজি ও যয়নাব দু'জনেই আঙিনায় নেমে এলেন যায়েদের সাথে দেখা করতে। যায়েদ তাদের উদ্দেশ্যে বললো, "আমার প্রাক্তন আব্বা কাম প্রাক্তন শালা কাম বর্তমান পুং-সতীন এবং প্রাক্তন ফুফু আম্মা কাম প্রাক্তন স্ত্রী কাম বর্তমান আম্মা, আপনারা কেমন আছেন?"
৩৫২.
কল্পিত স্রষ্টাদেরকে তাদের মানস-নির্মাতারা সবাই বিকলাঙ্গ করে বানিয়েছে কেন? দূর্গার হাত দশটি, গনেশের মুখ হাতির মুখের মত, আল্যার কোনো আকার-আকৃতিই নেই। রূপকথার চরিত্র হলেই কি বিকলাঙ্গ হতে হয়?
৩৫৩.
আল্যা বলেছেন, তিনি সর্বব্যাপী। তাহলে হজ্জ্ব করার জন্য এত টাকা খরচ করে, এত দূরে মক্কায় গিয়ে কাবাঘরের চারপাশে ঘুরে ঘুরে লাব্বাইক লাব্বাইক, মানে আইছি আইছি বলার দরকার কী? নিকটস্থ যে কোনো জায়গা যেমন, টয়লেট, ড্যান্স বার, ক্যাসিনো, সিনেমা হল ইত্যাদির চারপাশে ঘুরে ঘুরে আইছি আইছি করলেই তো হজ্জ্ব হয়ে যায়। টাকাও বাঁচে, সময়ও বাঁচে, পরিশ্রমও কম।
৩৫৪.
রাসুল শব্দটি রাস্কেল শব্দের একটি অপভ্রংশ।
৩৫৫.
আমি একদা কয়েকজন মোমিনকে বলিলাম, নবীজি যেই সকল পথে গমন করিয়াছিলেন সেই সকল পথে গমন করা ছুন্নত। অতএব, হে ঈমানদার মোমিনগণ, আপনারা নবীজি যেই সকল পথে গমন করিয়াছিলেন (সকল সুড়ঙ্গ পথসহ) সেই সকল পথ মোবারকে গমন করিয়া ইহকাল ও পরকালের কামিয়াবি হাছিল করুন।
তাহারা আমাকে জিজ্ঞাসা করিলেন, নবীজির গমনকৃত পথ মোবারকগুলিতে আমরা ছওয়াব হাছিলের নিমিত্তে অতি অবশ্যই গমন করিব। কিন্তুক সুড়ঙ্গ পথে গমন করিবার নিমিত্তে নবীজির মরহুমা বিবিগণকে কোথায় পাইবো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন