লিখেছেন আবু জাহেল (Version 2)
১. ধর্মান্ধ অপেক্ষা কটূক্তিকারী নাস্তিক হাজার গুণে উত্তম, কারণ কটূক্তিকারী শুধু ধর্মকে উষ্টানি মারে আর ধর্মান্ধ ধর্মের দোহাই দিয়ে হাজারো মানুষ হত্যা করেও নিজেকে অপরাধী ভাবে না!
২. বিসমিল্লাহের অনেক বরকত শুনেছি! হুজুরদের কাছে এমন গল্প অনেক শুনেছি যে, বিসমিল্লাহ্ পড়ার কারণে শত্রু দ্বারা খাদ্যে মিশানো বিষ খেয়েও ওই মুমিন বান্দার কিছুই হয় নাই!... হুজুর ভাই, থাম! পারলে তুই একটু বিসমিল্লাহ পড়ে বিষ খা!
৩. মোনাজাত কবুল হলে সকল কৃতিত্ব উপরওয়ালার! আর না হলে এইটা আপনার আমলের সমস্যা!
৪. ঢাকায় গাছের নিচে একটু আরাম করেও বসা যায় না! উপরওয়ালারা খালি মাথার উপর হাইগা দেয়!!! উপরওয়ালাদের এই অত্যাচার সহ্য করার মতো না!
৫. আল্লাহ মেয়েদেরকে একটা বিশেষ সুবিধা দান করেছেন! আর তা হলো... শুক্রবারেও মেয়েদের নামাজে যাওয়া লাগে না!
৬. প্রতিদিন নামাজের পর বৃষ্টির জন্য দোয়া করা!
তারপর যে দিন বৃষ্টি হইবো সেদিন সব কৃতিত্ব মোনাজাতের!
অন্ধকারে ১০০ টা ঢিল মারল একটা-দুইটা তো লাগবই!
৭. শান্তির ধর্ম প্রতিষ্ঠায় যদি কয়েক কোটি মানুষকেও হত্যা করতে হয়, তবে তাতে দোষের কী আছে?
৮. ধর্ম মানুষে মানুষে বিভেদ তৈরি করে! সাম্প্রদায়িকতার জনক হইলো ধর্ম। এরপরও আপনি বলবেন, ধর্ম নৈতিকতার উৎস?
৯. আসুন, আমরা নিজে কুরআন বাংলায় পড়ি এবং অন্যকে বাংলায় পড়তে উৎসাহিত করি!!
১০. রোগী ভাল হলে, শোকর আলহামদুলিল্লাহ! আর ভাল না হলে সব হালা ডাক্তারের দোষ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন